নিজের পুরনো বাড়িতে এলেন স্মৃতি ইরানি।
নিউ দিল্লি: পঁয়ত্রিশ বছর আগে ছেড়ে আসা গুঁরগাওয়ে নিজেদের পুরনো বাড়িটিতে পা রেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বালাজি প্রোডাকশনের নতুন ওয়েব সিরিজ ‘হোম’-এর প্রোমোশনের জন্য প্রযোজক একতা কাপুরের সঙ্গে হাত মিলিয়েছেন স্মৃতি ইরানি। একতা কাপুর গুঁরগাওয়ের বাড়িতে পা রাখার তিনটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে ঠিক কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁদের পুরনো বাড়িটি আর নেই। এখন সেখানে জ্বলজ্বল করছে একটি নতুন দোকান। তা দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। একতা কাপুর ইনস্টাগ্রামে তাঁর পোস্টের তলায় ক্যাপশন লেখেন, “এটা সত্যিই মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর যে, যাকে একসময় আমার ‘ঘর’ বলে ভাবতাম, তা আর নেই। যদিও এটাই জীবন। অম্লমধুর স্মৃতি নিয়েই হেঁটে চলা”।
টুইট করেন স্মৃতি ইরানি নিজেও।
স্মৃতি ইরানি ও একতা কাপুর দুজনেই অনেকদিনের বন্ধু।
একতা কাপুর প্রযোজিত 'হোম'-এ রয়েছেন অন্নু কাপুর, সুপ্রিয়া পিলগাঁওকর, হিমানী শিবপুরী, অমল পরাশর প্রমুখ। পরিচালনা করেছেন হাবিব ফয়জল।