This Article is From Nov 16, 2019

মুখে কথা নয়, এবার হাতে তলোয়ার তুলে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি!

গুজরাটের ভাবনগরে শ্রী স্বামীনারায়ণ গুরুকুল আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় বস্ত্র তথা মহিলা এবং শিশু কল্যাণমন্ত্রী Smriti Irani

মুখে কথা নয়, এবার হাতে তলোয়ার তুলে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি!

Talwar Raas: গুজরাট এবং রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্য হল তলোয়ার হাতে এই নাচ

ভাবনগর, গুজরাট:

এবার আর মুখে কথা নয়, একেবারে হাতে তলোয়ার তুলে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। চমকে উঠছেন তো? না না, এ মোটেই গল্পগাছা নয়, এক্কেবারে সত্যি ঘটনা। শুক্রবার গুজরাটের ভাবনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি (Smriti Irani)। সেখানেই  ''তলোয়ার রাস'' পরিবেশন করেন স্মৃতি ইরানি। ''তলোয়ার রাস'' হল এক ধরণের ঐতিহ্যবাহী নাচ যেখানে তলোয়ার হাতে নিয়ে ওই নৃত্য পরিবেশন করতে হয়। তাতেই অংশ নিতে দেখা যায়  কেন্দ্রীয় মন্ত্রীকে (Union Minister Smriti Irani) । মঞ্চে ওই ঐতিহ্যবাহী নাচে অন্য যে সমস্ত নৃত্যশিল্পীরা অংশ নিচ্ছিলেন তাঁদের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করতে দেখা যায় স্মৃতি ইরানিকে। দু হাতে দুটো তলোয়ার নিয়ে তেজস্বিনী ভঙ্গিতে নৃত্যানুষ্ঠানে অংশ নেন মোদি মন্ত্রিসভার ওই মন্ত্রী।

মহাত্মা গান্ধির তিন বাঁদর ফিরল স্মৃতি ইরানির পোস্টে, তবে সামান্য বদলে

গুজরাটের ভাবনগরে শ্রী স্বামীনারায়ণ গুরুকুল আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় বস্ত্র তথা মহিলা এবং শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি।

‘‘ঈশ্বর সত্যিই সৃষ্টিশীল'': স্মৃতি ইরানির নতুন পোস্টে মজল নেটিজেনরা

গুজরাট এবং রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্য হল ওই ''তলোয়ার রাস''।

.