প্রায়ই মজাদার মিম, হাসির পোস্ট বা সুন্দর গল্প ইনস্টাগ্রামে পোসট করেন স্মৃতি ইরানি।
নয়াদিল্লি: রবিবার মানেই সপ্তাহের শেষে একটা ছুটির দিন কেবল নয়। বরং তা যেন ব্যস্ততা থেকে পরবর্তী ব্যস্ততার দিকে যাওয়ার মাঝে এতটা স্বস্তিদায়ক হাইফেন। সেই কথাই নতুন করে মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। রবিবার তিনি ইনস্টাগ্রামে (Instagram) শেয়ার করলেন একটি মিম। অজয় দেবগণ (Ajay Devgn) ও টাবু অভিনীত ‘বিজয়পথ' (১৯৯৪) ছবির একটি গানের এক ঝলকেই তিনি তুলে আনলেন আপামর জনসাধারণের রবিবাসরীয় সুখানুভূতিকে। ওই ছবির একটি গান ‘আইয়ে আপকা ইন্তেজার থা'-কেই দেখা গিয়েছে ওই মিমে। ওই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লেখেন, ‘‘উইকেন্ডকে স্বাগত জানানো উচিত এই ভাবে।''
TikTok Top 10: 'জুলি-জুলি' গানে নেচে উঠলেন 'কাকু', দেখুন Viral Video
ইনস্টাগ্রামে প্রবল জনপ্রিয় স্মৃতি ইরানি। তাঁর ফলোয়ার ৬ লক্ষ। তিনি প্রায়ই মজাদার মিম, হাসির পোস্ট বা সুন্দর গল্প পোসট করেন। মাঝেমধ্যেই পপ সংস্কৃতির প্রসঙ্গ তাঁর মিমে তুলে এনে রবিবারের পরের দিন ভয়ঙ্কর সোমবার নিয়ে পোস্ট করেন স্মৃতি ইরানি।
কয়েক দিন আগে একটি মনছোঁয়া ভিডিও তিনি পোস্ট করেন তিনি। সেখানে তাঁর রাজস্থানের আইনজীবী ও মডেল নিশা যাদবকে দেখা গিয়েছিল।
পোস্টটি দ্রুত জনপ্রিয় হয়। নেটিজেনরা পছন্দ করেছেন মিমটি। এক নেটিজেন জানান, ‘‘আপনার রসবোধ অনবদ্য।''