This Article is From Dec 20, 2018

বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের শক্তি, বিভেদকামী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবেঃ মমতা

টুইট করে  বৃহস্পতিবার মমতা লেখেন, আসুন আমরা সবাই মিলে শপথ করি সমস্ত  বিভেদকামী  শক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো

বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতের শক্তি, বিভেদকামী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবেঃ মমতা

দলীয় সভা হোক বা বৈঠক বা টুইটার  একাধিক বার ‘বিভাজনের’ বিরুদ্ধে সরব হয়েছেন মমতা।

হাইলাইটস

  • বৈচিত্রের মধ্যে ঐক্য-ই ভারতের শক্তি , মমতার টুইট বার্তা
  • একাধিক বার ‘বিভাজনের’ বিরুদ্ধে সরব হয়েছেন মমতা
  • আরও একবার বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো
কলকাতা:

বৈচিত্রের মধ্যে ঐক্য-ই ভারতের শক্তি। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি  করতে চায় এমন শক্তির বিরুদ্ধে রুখে  দাঁড়াতেই হবে। মনে  রাখতে হবে  ভারতীয়  সংস্কৃতি বিশ্বাস করে গোটা বিশ্বই আমাদের পরিবার। আন্তর্জাতিক হিউম্যান সলিডারিটি ডে- তে  এ কথাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে রথযাত্রা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

টুইট করে  বৃহস্পতিবার মমতা লেখেন, আসুন আমরা সবাই মিলে শপথ করি সমস্ত  বিভেদকামী  শক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। প্রতি বছর  ২০ ডিসেম্বর পালিত হয় আন্তর্জাতিক হিউম্যান সলিডারিটি ডে। এবার তা নিয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী। শুধু টুইট করা নয় এ ব্যাপারে আগেও সরব হয়েছেন তিনি।

ধ্বনিভোটের মাধ্যমে লোকসভায় পাশ হয়ে গেল সারোগেসি বিল

দলীয় সভা হোক বা বৈঠক বা টুইটার  একাধিক বার ‘বিভাজনের' বিরুদ্ধে সরব হয়েছেন মমতা।  কয়েকটি সংগঠনের কথা উল্লেখ করে  তিনি দাবি করেছেন তারা সমাজের মধ্যে  বিভাজন  করতে চাইছে। এদিন আরও একবার বিভাজনের বিরুদ্ধে  রুখে দাঁড়ানোর বার্তা  দিলেন তৃণমূল সুপ্রিমো।

  

দেখুন ভিডিও :



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.