সকলের কাছে একতা বজায় রাখার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: শুক্রবার আন্তর্জাতিক মানব সংহতি দিবস (International Human Solidarity Day)। সেই উপলক্ষে সকলের কাছে একতা বজায় রাখার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি জানালেন, ‘বৈচিত্রের মধ্যে ঐক্য'ই ভারতের শক্তি। তিনি সকলের কাছে আর্জি রাখেন বিভাজক শক্তির বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করার জন্য। তিনি আরও বলেন, মানুষকে তাদের জাতি বা ধর্মের নিরিখে ভাগ করা উচিত নয়।
এদিন তিনি টুইট করে জানান, ‘‘আন্তর্জাতিক মানব সংহতি দিবসে আসুন আমরা সবাই বৈচিত্রের মধ্যে ঐক্যকে উদযাপন করি। এটাই আমাদের শক্তি। আসুন আমরা একসঙ্গে কাজ করে তাদের হারিয়ে দিই যারা আমাদের ধর্ম ও জাতির হিসেবে বিভক্ত করতে চাইছে।''
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যে ক'জন রাজনীতিবিদ সোচ্চার হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তাঁদের পুরোভাগে। এদিনের টুইটে যেন সেই প্রতিবাদই ফুটে উঠেছে।