This Article is From Nov 22, 2019

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফর্মে থাকবে তৃতীয় লিঙ্গের অপশন

সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের দিনে দাঁড়িয়ে লিঙ্গের ভিত্তিতে উচ্চশিক্ষায় কোনও বিভেদ থাকা বাঞ্ছনীয় নয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফর্মে থাকবে তৃতীয় লিঙ্গের অপশন

এবার থেকে ভর্তির ফর্মে পুরুষ ও মহিলা ছাড়াও তৃতীয় লিঙ্গের জন্য আলাদা অপশন থাকবে।

আগামী শিক্ষাবর্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফর্মে তৃতীয় লিঙ্গের অপশন থাকবে। শুক্রবার একথা জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সিলর সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানান, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ভর্তির ফর্মে পুরুষ ও মহিলা ছাড়াও তৃতীয় লিঙ্গের জন্য আলাদা অপশন থাকবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউজিসির একটি নোটিশের পরিপ্রেক্ষিতে। সেই নোটিশে বলা হয়েছিল, ভর্তির ফর্মে তৃতীয় লিঙ্গকেও অন্তর্ভুক্ত করা হবে।

নোটিশে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে ইউজিসির স্কলারশিপ/ ফেলোশিপে তৃতীয় লিঙ্গেরও অপশন রাখা হবে।

সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের দিনে দাঁড়িয়ে লিঙ্গের ভিত্তিতে উচ্চশিক্ষায় কোনও বিভেদ থাকা বাঞ্ছনীয় নয়।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ব্যবহৃত ফর্মে পুরুষ ও মহিলা লেখা বক্সে টিক দিতে হতো প্রার্থীদের।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.