কলকাতা বিশ্ববিদ্যালয় ঘোষণা করল BA, B.Sc. পার্ট টু-এর রেজাল্ট।
নিউ দিল্লি: কলকাতা বিশ্ববিদ্যালয় আজ B.A এবং B.Sc পার্ট টু পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল। অনার্স/জেনারেল এবং মেজরের রেজাল্ট বেরোল আজ। এই রেজাল্ট দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের সরকারি রেজাল্ট পোর্টালে। B.A/B.Sc পার্ট টু-এর পরীক্ষার্থীরা এই পোর্টালের মাধ্যমেই জেনে নিতে পারবেন তাঁদের রেজাল্ট। এর আগে B.Com পার্ট টু-এর অনার্স এবং জেনারেলের রেজাল্টও প্রকাশ করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।
জয়নগরের ঘটনার তদন্তভার হাতে নিল সিআইডি
কলকাতা বিশ্ববিদ্যালয় (C.U) B.A/B.Sc পার্ট টু রেজাল্ট ২০১৮ঃ কীভাবে ডাউনলোড করা যাবে?
তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা জয়নগরে, বোমা ও গুলিতে নিহত ৩
প্রথম ধাপঃ www.wbresults.nic.in কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট জানার সরকারি ওয়েবসাইট।
দ্বিতীয় ধাপঃ B.A ও B.Sc রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপঃ একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে রোল নম্বর লিখতে হবে।
চতুর্থ ধাপঃ সাবমিট অপশনে ক্লিক করতে হবে। জানা যাবে রেজাল্ট।
প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয় B.Com পার্ট টু অনার্স/জেনারেল পরীক্ষার রেজাল্ট বের করেছিল গত ৭ ডিসেম্বর। ঠিক এক সপ্তাহ আগে।