কলকাতা: পয়লা সেপ্টেম্বর থেকে দেশব্যাপী লাগু হচ্ছে আনলক ৪। এই পর্বে রাজ্যে শহরতলির ট্রেন ও মেট্রো চালাতে সায় দিল নবান্ন। এই মর্মে রেলওয়ে বোর্ডকে চিঠি লিখেছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপণ বন্দ্যোপাধ্যায়। তবে, কড়া কোভিড প্রোটোকল মেনে এবং নিয়ন্ত্রিত মাত্রায় এই পরিষেবা প্রদানের পক্ষপাতী নবান্ন। নবান্নের পাঠানো চিঠিতে এই প্রসঙ্গের উল্লেখও আছে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে লেখা চিঠিতে স্বরাষ্ট্র সচিব লিখেছেন, "আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই রাজ্যে ট্রেন ও মেট্রো চালাতে উদ্যোগ নিয়েছে সরকার। নিয়ন্ত্রিত আকারে এই পরিষেবা প্রদান করলে আমাদের অসুবিধা নেই। তবে এই পরিষেবা প্রদানে সামাজিক দূরত্ব আর কোভিড প্রোটোকল মেনে চলা আবশ্যিক। এটাও নিশ্চিত করুক রেলওয়ে বোর্ড।"
বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "আমরা চাই এক-চতুর্থাংশ হারে চালু হোক শহরতলির ট্রেন ও মেট্রো পরিষেবা।" যদিও রেল বোর্ড সূত্রে খবর, গ্যালোপিন ট্রেনে জোর দিয়ে আপাতত পরিষেবা দেবে শহরতলির ট্রেন।