This Article is From May 31, 2020

Unlock1: পঞ্চম দফার লকডাউনেও কী কী খুলছে না দেখে নিন তালিকা

Unlock 1: লকডাউনের পঞ্চম দফাকে অবশ্য সরকার Unlock 1 নাম দিয়েছে। ব্যবসা এবং অর্থনৈতিক কার্যকলাপগুলির স্থিতাবস্থা থেকে বাইরে নিয়ে আসতেই বিশেষ কিছু পদক্ষেপ করেছে সরকার।

Unlock1: পঞ্চম দফার লকডাউনেও কী কী খুলছে না দেখে নিন তালিকা

হাইলাইটস

  • লকডাউনের পঞ্চম দফাকে অবশ্য সরকার Unlock1 নাম দিয়েছে।
  • সংক্রামিত ক্ষেত্রে করোনাভাইরাসজনিত লকডাউন ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্র
  • আনলক ১ এর নজর রইবে অর্থনীতির উপর।
নয়াদিল্লি:

কন্টেইনমেন্ট জোনে বা সংক্রামিত ক্ষেত্রে করোনাভাইরাসজনিত লকডাউন ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। লকডাউনের পঞ্চম দফাকে অবশ্য সরকার Unlock 1 নাম দিয়েছে। ব্যবসা এবং অর্থনৈতিক কার্যকলাপগুলির স্থিতাবস্থা থেকে বাইরে নিয়ে আসতেই বিশেষ কিছু পদক্ষেপ করেছে সরকার। কেন্দ্র জানিয়েছে যে সংক্রমিত ক্ষেত্রের বাইরে কিছু পরিষেবা বাদে (আন্তর্জাতিক উড়ান এবং জিম) দফায় দফায় কাজ শুরু করা যেতে পারে।

কোন কোন পরিষেবা এবং কর্মক্ষেত্র এখনও খোলার অনুমতি পায়নি বা সেই নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি তা দেখে নিন এক ঝলকে:

  • স্কুল, কলেজ, প্রশিক্ষণকেন্দ্র ও কোচিং সংস্থা। সরকার জানিয়েছে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করার পরে জুলাই মাসে সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে। সরকার জানিয়েছে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে স্কুল স্তরের অভিভাবকদের সঙ্গেও আলোচনা করা যেতে পারে যে সেগুলি ফের খোলা যেতে পারে কিনা।
  • স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি ছাড়া আন্তর্জাতিক উড়ান,
  • মেট্রো রেল
  • সিনেমা হল, জিম, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, বার এবং অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল এবং এমনই বিভিন্ন স্থান।
  • সামাজিক, রাজনৈতিক, খেলা, বিনোদন, শিক্ষামূলক, সাংস্কৃতিক, ধর্মীয় কার্য এবং অন্যান্য বড় সম্মেলন।
  • রাত ৯ টা থেকে ভোর ৫ টা অবধি (প্রয়োজনীয় পরিষেবা ছাড়া) পুরো দেশে কোনওভাবেই চলাচলের অনুমতি দেওয়া হয়নি।
  • যে কোনও অ-প্রয়োজনীয় পরিষেবার কন্টেইনমেন্ট জোনে অনুমতি নেই।
  • সরকার জানিয়েছে যে করোনাভাইরাস সংক্রমণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকা ছাড়া হোটেল, রেস্তোরাঁ, মল এবং আরাধনার স্থান ৮ জুন থেকে খোলা থাকতে পারে।

সরকার আরও জানিয়েছে যে, স্বাভাবিক অবস্থায় ফেরানোর বর্তমান পদক্ষেপ, অর্থাৎ আনলক ১ এর নজর রইবে অর্থনীতির উপর। গত ১১ বছরে বিকাশের সবচেয়ে ধীর গতিতে রয়েছে জিডিপি এবং এই অতিমারী ও লকডাউন বড় প্রভাব ফেলছে অর্থনীতিতে।

.