নিউ দিল্লি: উন্নাও ধর্ষণ মামলায় (Unnao rape case) বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের (BJP lawmaker Kuldeep Sengar) বিরুদ্ধে মামলা রুজু করল কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআই। রবিবার একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ২০১৭ সালের উন্নাও ধর্ষণকাণ্ডের কিশোরী। ওই কিশোরীর ধর্ষণে মূল অভিযুক্তই হলেই বিজেপি নেতা কুলদীপ। অভিযোগ উঠেছে, নিগৃহীতার এই দুর্ঘটনার পেছনে হাত রয়েছে বিজেপি নেতার। সারা দেশে ফের নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে উন্নাও ধর্ষণকাণ্ড। এরপরেই মঙ্গলবার এই মামলা কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে হস্তান্তর করা হয়।
দুর্ঘটনার আগেই হুমকির ব্যাপারে প্রধান বিচারপতিকে চিঠি উন্নাওয়ের নিগৃহীতার
রবিবার, নিগৃহীতা ওই কিশোরী, তার দুই কাকীমা এবং তার আইনজীবী উন্নাও থেকে রায়বরেলি যাচ্ছিলেন। তখনই একটি নম্বর প্লেট মোছা ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। ট্রাকের চালক এবং তার মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
এই দুর্ঘটনায় কিশোরীর দুই কাকীমাই ঘটনাস্থলে মারা যান এবং নিগৃহীতার আইনজীবীও আহত হন। ঘটনায় বিধায়কের (BJP lawmaker Kuldeep Sengar) দিকেই আঙুল তুলেছে কিশোরীর পরিবার।