This Article is From Sep 11, 2019

উন্নাও ধর্ষণকাণ্ডে বেঁচে থাকা নিগৃহীতার বিবৃতি রেকর্ড করতে এইমসে বিচারক

Unnao Case: উন্নাওয়ের প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা নিগৃহীতা গাড়ি দুর্ঘটনার পর থেকে হাসপাতালেই রয়েছে।

উন্নাও ধর্ষণকাণ্ডে বেঁচে থাকা নিগৃহীতার বিবৃতি রেকর্ড করতে এইমসে বিচারক

Unnao Case: প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে (ফাইল চিত্র)

নিউ দিল্লি:

উন্নাও ধর্ষণকাণ্ডে বেঁচে থাকা নিগৃহীতার বয়ান রেকর্ড করতে এবার দিল্লির এইমস হাসাপাতালেই পৌঁছে গেলেন বিচারক।উন্নাওয়ের প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের (Unnao rape case) অভিযোগ তোলা নিগৃহীতা গাড়ি দুর্ঘটনার পর থেকে হাসপাতালেই রয়েছে। এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি, মারা যান তাঁর পরিবারের অন্য দুই সদস্য। ওই মামলায় অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারের (Kuldeep Singh Sengar) বিরুদ্ধেও হাসপাতালে বসেই শুনানি করবে বিশেষ আদালত, এমনটাই জানা গেছে। ইতিমধ্যেই কুলদীপ সিং সেঙ্গারকেও পুলিশি নিরাপত্তায় হাসপাতাল চত্বরে নিয়ে আসা হয়েছে বলে খবর।  উন্নাওয়ের ওই নিগৃহীতা একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সম্মুখিন হন। নিজের পরিবারের সঙ্গে গাড়িতে করে যাওয়ার সময় গাড়িটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। আশঙ্কাজনক অবস্থায় উন্নাওয়ের নিগৃহীতাকে হাসপাতালে ভর্তি করা হয়।গত জুলাই মাস থেকেই হাসপাতালে চিকিৎসাধীন নিগৃহীতা। এই গাড়ি দুর্ঘটনার নেপথ্যেও রয়েছে জেলবন্দী কুলদীপ সেঙ্গারের ষড়যন্ত্র, এমনটাই দাবি করে মেয়েটি। এরপরেই ঘটনা ঘিরে জনতার ক্ষোভ বৃদ্ধি পায়।

গত সপ্তাহে, দিল্লি হাইকোর্ট, উন্নাও ধর্ষণ মামলার বিচারের জন্য এইমস হাসপাতালে গিয়ে মামলার কাজ চালানোর জন্যে একটি বিশেষ আদালতকে নির্দেশ দেয়। এর ফলে হাসপাতালে থাকা নিগৃহীতার বয়ান নেওয়া সুবিধা হবে বলেই মনে করে আদালত।

উন্নাওয়ের নির্যাতিতার বাবাকে খুনে অভিযুক্ত বিজেপির কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে চার্জ গঠন

সুপ্রিম কোর্টই দিল্লির উচ্চ আদালতকে এ বিষয়ে নিম্ন আদালতের বিচারককে এইমসে গিয়ে বিশেষ শুনানির জন্য অনুরোধ করার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছিল। ইতিমধ্যেই শীর্ষ আদালত সিবিআইকে ২৮ শে জুলাইয়ের ওই গাড়ি দুর্ঘটনার তদন্ত শেষ করতে আরও সময় দেয়। নিগৃহীতার পরিবার আগেই অভিযোগ করে যে বেঁচে থাকা নিগৃহীতাকে নিজের পথ থেকে সরাতেই ওই গাড়ি দুর্ঘটনার পরিকল্পনা করে কুলদীপ সেঙ্গার।

চলতি বছরের জুলাই মাসেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ে নির্যাতিতা। উন্নাও থেকে নির্যাতিতা ও তাঁর মা, একটি গাড়ি করে রায়বেরেলি আসছিলেন। মাঝপথে একটি ট্রাক তাঁদের গাড়িতে ধাক্কা মারে। ট্রাকটির নম্বর প্লেটে কালো রঙ দেওয়া ছিল। দুর্ঘটনার জেরে প্রাণ যায় নির্যাতিতার আত্মীয়ের। নিগৃহীতা ও তাঁর আইনজীবীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে আসা হয়।

রেকর্ড সময়ে উত্তরপ্রদেশ থেকে দিল্লির হাসপাতালে নিয়ে আসা হল উন্নাওয়ের নিগৃহীতাকে

এদিকে উন্নাওয়ে নির্যাতিতার বাবাকে খুনের দায়ে বহিষ্কৃত বিজেপি  বিধায়কের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। দিল্লির আদালত, ধৃত কুলদীপ সিং সেঙ্গার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে চার্জ গঠন করে। এই ঘটনায় এক পুলিশ কর্মীও জড়িত ছিলেন বলে অভিযোগ। অস্ত্র আইনে বহিষ্কৃত বিজেপি বিধায়ক ও তাঁর ভাই সহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। বিচারক জানান, দেশি বন্দুকের সাহায্যে পরিকল্পনা করে নির্যাতিতার বাবাকে থানার মধ্যেই মারা হয়েছিল। ধর্ষণের অভিযোগ যাতে না দায়ের হয় তার জন্যই এই অত্যাচার করা হয়েছিল বলে মনে করে আদালত। বিষয়টিকে ‘বৃহত্তর ষড়যন্ত্র' বলেন বিচারক। তিনি জানান, নির্যাতিতার বাবার মৃতদেহে ১৮টি ক্ষতের চিহ্ন মিলেছিল। নিহতকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে থানার মধ্যে মারা হয়। এই সব চলাকালীন দিল্লি থেকে অভিযুক্ত সেঙ্গার পুলিশ অফিসারদের সঙ্গে যোগাযোগ রেখেছিল।

উন্নাওয়ে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপির বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। সম্প্রতি তাঁকে দল থেকে বহিষ্কার করে বিজেপি । 

দেখুন বিশেষ বিশেষ কিছু খবর:

.