Read in English
This Article is From Dec 22, 2018

বিমানের ভিতর সিগারেট খাওয়ার বায়না ধরে উড়ান তিনঘন্টা পিছিয়ে দিলেন এক যাত্রী

ওই যাত্রী কেবিনের মধ্যে সিগারেট খাওয়ার বায়না ধরেন। বাধ্য হয়ে বিমান কর্তৃপক্ষ ওই 'আইনভঙ্গকারী' যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয় বলে জানা গিয়েছে।

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from ANI)

ভিস্তারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইনভঙ্গকারী যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

নিউ দিল্লি:

শুক্রবার দিল্লি বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিল ভিস্তারার বিমানটি। সেই সময়ই বিমানের এক যাত্রী উদ্ভট দাবি করে বসেন। 'দাবি' না বলে অবশ্য 'চাহিদা' বলাই ভালো একে। তিনি কেবিনের মধ্যে সিগারেট খাওয়ার বায়না ধরেন। বাধ্য হয়ে বিমান কর্তৃপক্ষ ওই 'আইনভঙ্গকারী' যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয় বলে জানা গিয়েছে। এই ঝামেলার মধ্যে পেরিয়ে যায় অনেকটা সময়। বিমানটি ছাড়তে প্রায় তিন ঘন্টা দেরি হয়েও যায়।

জম্মু ও কাশ্মীরে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইতে প্রাণ হারাল ৬ জন জঙ্গি

ডোমেস্টিক বিমানগুলির মধ্যে ধূমপান করা নিষিদ্ধ।

Advertisement

"এক যাত্রী বিমান চলাকালীন ধূমপান করতে চেয়েছিলেন৷ বিমানের পাইলটও তাঁকে সতর্ক করেন। কিন্তু, তিনি তা শোনেননি। নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বাধানিষেধ তিনি অগ্রাহ্য করেন। বিমানের উড়তে দেরি হওয়ায় আমরা দুঃখিত", বলেন ভিস্তারার মুখপাত্র।

 

 

Advertisement
Advertisement