হুগলির সিঙ্গুরের (Singur) জমি আন্দোলন রাজ্য রাজনীতিতে একটি অন্যতম ইস্যু। (ফাইল ছবি)
কলকাতা: হুগলির সিঙ্গুরের (Singur) জমি আন্দোলন রাজ্য রাজনীতিতে একটি অন্যতম ইস্যু। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জমি আন্দোলনের(Singur Agitation) জেরে সিঙ্গুরের পরিচিতি বেড়ে গিয়েছে বহুগুণ। বুধবার বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিঙ্গুরের অনেক চাষিই এখন ওই জমিতে আর চাষের কাজ করতে চান না, উচ্চ দামে সেই জমি বিক্রি করে দিচ্ছেন তাঁরা। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পরেই, সিঙ্গুরের জমি আন্দোলনের(Singur Agitation) সময় কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে তৃণমূল কংগ্রেস সরকার, তবে তাঁরা চাষ করবেন নাকি, সেই জমি বিক্রি করে দেওয়া হবে, সেটা সম্পূর্ণ তাঁদের ইচ্ছাধীন।
''এত লোভ কিসের": কর্ণাটক সমস্যা নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা
সিঙ্গুর এবং নন্দীগ্রামের জমি আন্দোলনের ঢেউ-এ এ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার মসনদে আসে তৃণমূল কংগ্রেস সরকার, মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সিঙ্গুর (Singur)বিধানসভা কেন্দ্রটি হুগলি লোকসভা কেন্দ্রের আওতায়, ওই আসনে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেন, "তাঁদের জমি ফিরিয়ে দেওয়ার পর, আমরা সেখানে মাটি পরীক্ষা করেছি। কেউ কেউ চাষ করছেন, কেউ করেননি। প্রায় একদশক জমিগুলি পড়েছিল। এটা তাঁদের অধিকার। ২০১৮-১৯-এ প্রায় ৭৯২ জন কৃষক চাষ করেছেন। কিন্তু এখন, সেই সংখ্যাটা কমেছে।অনেকেই উচ্চদামে জমি বিক্রি করে দিচ্ছেন”।
মমতার নাম ব্যবহার করে ভুয়ো সদস্যকার্ড, বিজেপিকে দুষল তৃণমূল
দশ বছর আগে, হুগলির সিঙ্গুরে(Singur)বিশ্বের সবচেয়ে সস্তা দামের মোটরগাড়ি ন্যানো তৈরির কারখানা গড়ে টাটা মোটরস। তবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সেখানে কৃষকদের ব্যাপক জমি আন্দোলনের পর, সেই কারখানা এ রাজ্য ছেড়ে গুজরাট চলে যায়। সংস্থাটিকে ডেকে নেন, গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি।
২০১৬-এ, টাটা মোটরসের জন্য বামেদের তরফে অধিগ্রহণ করা ৯৯৭.১১ একর জমির দখল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। সেই জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। ২০১৬-এর নভেম্বরে কৃষকদের সেই জমি ফিরিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তবে সেখানকার মাত্র ৩০ শতাংশ জমি চাষের যোগ্য করে তোলা হয়।
কেন্দ্রীয় বাজেটকে “লক্ষ্যহীন” বলে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
২০১৭-১৮ মরশুমে সিঙ্গুরে(Singur) শষ্য উৎপাদন নিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকারের ফিরিয়ে দেওয়া জমিতে ধান, গম, ভুট্টা, আলু উৎপাদনের পরিমাণ ১,৯২০ বিঘা (৬৪০ একর)। এরপরেই মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) বলেন, জমিতে কী হবে, তা নির্ভর করছে কৃষকদের ইচ্ছের ওপর। তিনি আরও জানান, রাজ্য সরকারের তরফে সমস্তরকম সম্ভাব্য পদক্ষেপ করা হয়েছে, তাঁদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে, এমনকী, ১০,০০০ টাকা করে আর্থিক অনুদানও করা হয়েছে।
কেন্দ্রের বিরুদ্ধে সংসদে বিভ্রান্তিকর তথ্য পেশের অভিযোগ মমতার
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বিধানসভায় আরও জানান, সুপ্রিম কোর্টের রায়ের পর, সিঙ্গুরের(Singur) ৯৯৭.১১ একর জমির মধ্যে ৯৫৫ একর জমি ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ৪১.২১ একর জমির মালিকের সন্ধান মেলেনি। বিস্তারিত ব্যাখা না করেই মুখ্যমন্ত্রী জানান, কৃষি এবং শিল্প, দুই কাজই হচ্ছে সিঙ্গুরে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)