This Article is From Feb 23, 2019

উত্তর প্রদেশের ভাদোহী জেলায় কার্পেট কারখানায় বিস্ফোরণের ফলে প্রাণ গেল ১০ জনের

এই কারখানার একাংশে বাজি প্রস্তুত হতো বলে জানা যাচ্ছে

উত্তর প্রদেশের ভাদোহী জেলায় কার্পেট কারখানায় বিস্ফোরণের ফলে প্রাণ গেল ১০ জনের
উত্তর প্রদেশ:

 উত্তর প্রদেশের ভাদোহী জেলায় কার্পেট কারখানায় বিস্ফোরণের ফলে প্রাণ গেল ১০ জনের।এই কারখানার একাংশে বাজি প্রস্তুত হতো বলে জানা যাচ্ছে। এই কারখানার মধ্যেই বাজি গুলি রাখা ছিল, যার থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। 

বিস্ফোরণটি ঘটেছে আজ দুপুরে। বিস্ফোরণটি এতটাই জোরাল ছিল যে, সম্পূর্ণ বাড়িটা ভেঙে পড়ে। শুধু তাই নয়, সেই সাথে আরো তিনটি বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে, বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরালো ছিল যে, আশেপাশের বহু বাড়িতেও ফাটল ধরে গেছে।

সংবাদ সংস্থা পিটিআই-এর কাছ থেকে প্রাপ্ত খব অনুসারে উদ্ধারের কাজ শুরু হয়ে গেছে। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছেছে। এনডিআরএফ-বাহিনীও পৌঁছে গেছে। 

 

.