ট্রেজারি বেঞ্চে বসে সেই প্রতিবাদ দেখতে থাকেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
হাইলাইটস
- একগুচ্ছ দাবিতে উত্তরপ্রদেশ বিধানসভায় বিক্ষোভ বিরোধী বিধায়কদের
- বিরোধী বিধায়কদের বিক্ষোভ আসনে বসে দেখতে থাকেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
- কাঁধে সিলিন্ডার নিয়ে এলপিজির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান এসপি বিধায়করা
লখনউ: উত্তরপ্রদেশ বিধানসভায় বাজেট অধিবেশনে (UP Assembly Budget Session) রাজ্যপালের সূচনা বক্তৃতার মধ্যেই একগুচ্ছ (CAA-NRC) দাবিতে প্রতিবাদ দেখালেন বিরোধীরা। সেই প্রতিবাদের জেরে তীব্র বিশৃঙ্খলা (Protest Led to Ruckus) তৈরি হল বিধানসভায়। বৃহস্পতিবার সংশোধিত নাগরিকত্ব আইন , আইনশৃঙ্খলা, রান্নার গ্যাস বা এলপিজির মূল্যবৃদ্ধির ইস্যুতে বিধানসভায় সরব হন বিরোধী কংগ্রেস, এসপি বিধায়করা। অনেক বিরোধী বিধায়ককে (opposition MLAs' carry LPG to exhibit protest) দেখা গিয়েছে কাঁধে করে এলপিজির কাটআউট বইতে। তাঁরা বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। এই গোটা ঘটনাই ট্রেজারি বেঞ্চের একদম প্রথম সারিতে বসে চুপচাপ দেখতে থাকেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)। এরপর অধিবেশন শুরু হলে বিধানসভা কক্ষের বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখান বিরোধীরা।
বিস্ফোরণে কেঁপে উঠল লখনউ আদালত, আহত ২ আইনজীবী, উদ্ধার আরও ৩ টি বোমা
জানা গেছে, সে রাজ্যের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল বক্তৃতা শুরু করতেই আসন ছেড়ে উঠে ওয়েলের দিকে হাঁটা শুরু করেন সমাজবাদী পার্টির বিধায়করা। কয়েকজন আসনে বসেই প্রতিবাদে সরব হন। তাঁদের প্রতিবাদের ইস্যু ছিল সিএএ, এনআরসি, বেকারত্ব আর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং এলপিজির মূল্যবৃদ্ধি।
জামিয়ার পড়ুয়াদের গোপনাঙ্গে লাথি মারল দিল্লি পুলিশ, ছেঁড়া হল হিজাব!
এরপর কক্ষের বাইরে বেরিয়ে এসেও সেই প্রতিবাদ জারি রাখে কংগ্রেস-এসপি। অনেক কংগ্রেস বিধায়ককে দেখা গিয়েছে, বিধানসভার বাইরে দাঁড়িয়ে থাকা রিকশওয়ালাদের টম্যাটো বিলি করতে। সে রাজ্যে টম্যাটোর অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ এভাবে করেছেন কংগ্রেস বিধায়করা। ক্ষমতায় আসার পর এটা যোগী আদিত্যনাথ সরকারের চতুর্থ বাজেট। আগামী মঙ্গলবার সেই বাজেট পেশ হবে বিধানসভায়। তাই রাজ্যজুড়ে চলা নৈরাজ্য, বেকারত্ব, সিএএ- এনসিআর-এর বিরোধিতা করতে এই অধিবেশনকে বেছে নিলেন বিরোধী দলের বিধায়করা।