This Article is From Apr 27, 2019

UP Board Results: ওয়েবসাইট ছাড়াও কোন নম্বরে এসএমএস করে জানবেন ফলাফল?

UP Board Results 2019: দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল (UP Board Result 2019) বোর্ডের আনুষ্ঠানিক ওয়েবসাইট  upmsp.edu.in-এ দেখা যাবে।

Advertisement
Education

UP Board Class 10th, 12th Result 2019: upmsp.edu.in ওয়েবসাইটে জানতে পারবেন ফলাফল

নিউ দিল্লি :

উত্তরপ্রদেশ বোর্ডের ফলাফল (UP Board Result 2019) আজকেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বোর্ড। উত্তরপ্রদেশ বোর্ডের দশম শ্রেণি এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল (UP Board Class 10th and 12th  Result) আজ বেলা ১২:৩০ টায় প্রকাশিত হবে। দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল (UP Board Result 2019) বোর্ডের আনুষ্ঠানিক ওয়েবসাইট  upmsp.edu.in-এ দেখা যাবে। এই ওয়েবসাইট ছাড়াও শিক্ষার্থীদের নিজস্ব ফলাফল (UP Board Result Class 10) upresults.nic.in, upmspresults.up.nic.in এবং results.gov.in এও জানতে পারবেন। ওয়েবসাইটে ট্রাফিক বেশি হলে ফলাফল জানতে সমস্যা হতেও পারে, কিন্তু তাতে চিন্তার কোনও কারণ নেই ছাত্রছাত্রীদের। ওয়েবসাইট ছাড়াও নিজের ফলাফল জানার (UP Board Result Class 12) উপায় রয়েছে। ইন্টারনেটের সুবিধা না থাকলেপ কেবল একটি এসএমএস করেই নিজের ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা। 

UP Board 10th, 12th 2019 ডাইরেক্ট লিংকে ক্লিক করুন দেখতে পাবেন রেজাল্ট

উত্তরপ্রদেশ বোর্ডের ফলাফল ২০১৯ লাইভ আপডেট: বেলা ১২:৩০-এ প্রকাশিত হবে ফলাফল। এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে ফলাফল।

Advertisement

উত্তরপ্রদেশ বোর্ডের ফলাফল (UP Board Result 2019) এসএমএস করেও জানতে পারবেন আপনি;

দশম শ্রেণির ফলাফল জানার জন্য কী করবেন?

Advertisement

UP Board Result 2019: উত্তরপ্রদেশের দশম ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ কবে? জেনে নিন বিশদে

Advertisement

UP10 রোল নম্বর লিখুন এবং 56263 নম্বরে পাঠান।

Advertisement

দ্বাদশ শ্রেণির ফলাফল এসএমএসের মাধ্যমে জানার জন্য আপনাকে কী লিখতে হবে?

Advertisement

UP12 রোল নম্বর লিখুন এবং 56263 নম্বরে পাঠান।

মনে রাখবেন যে, আপনার নিবন্ধিত মোবাইল নম্বর থেকেই এসএমএস পাঠাতে হবে।

Advertisement