Read in English
This Article is From Apr 27, 2019

UP Board Result 2019; দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ ৮০%-এরও বেশি, দশম শ্রেণিতেও বাড়ল পাসের সংখ্যা

দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছেন ৮০.০৭% শিক্ষার্থী। অন্যদিকে ৭০.০৬% পড়ুয়া দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন।

Advertisement
Education

UP Board Result 2019; প্রকাশিত হল দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল

UP Board Result 2019: প্রকাশিত হল উত্তরপ্রদেশ বোর্ডের ফলাফল (UP Board result)। প্রয়াগরাজে বোর্ডের অফিসে আজ দুপুর ১২.৩০ নাগাদ ফলাফল ঘোষণা করেন বিনয় কুমার পাণ্ডে। দ্বাদশ ও দশম শ্রেণির ফলাফল ঘোষণা করা হয়েছে আজ। দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছেন ৮০.০৭% শিক্ষার্থী। অন্যদিকে ৭০.০৬% পড়ুয়া দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন। দুই মাসের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করল উত্তরপ্রদেশের শিক্ষা বোর্ড। প্রয়াগরাজের বোর্ড অফিসে ফলাফল ঘোষণা করেছেন বোর্ডের সভাপতি। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফলাফল বেলা ১:০০ টা থেকে বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং দশম শ্রেণির ফলাফল পাওয়া যাবে ১:৩০ থেকে। 

UP Board Results: ওয়েবসাইট ছাড়াও কোন নম্বরে এসএমএস করে জানবেন ফলাফল?

ইউপি বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় এবার ৩২ লাখের বেশি পরীক্ষার্থী বসেছিলেন এবং  ইউপি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেন ২৬ লাখ পরীক্ষার্থী।

Advertisement

ইউপি বোর্ডের ফলাফল 2019: কীভাবে জানবেন নিজের ফলাফল?

ধাপ এক: নিম্নলিখিত যে কোনও ওয়েবসাইটে যান:

upmsp.edu.in

Advertisement

upresults.nic.in

ধাপ দুই: ইউপি ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফলের লিঙ্ক বা দ্বাদশ শ্রেণির ফলাফলের জন্য  লিঙ্কে ক্লিক করুন এবং দশম শ্রেণির ফলাফলের জন্য ইউপি হাই স্কুল পরীক্ষার ফলাফলের লিঙ্কে ক্লিক করুন।

Advertisement

ধাপ তিন: আপনার পরীক্ষার রোল নম্বর লিখুন।

Advertisement

Advertisement

ধাপ চার: জমা দিন এবং আপনার ফলাফল দেখুন।

যারা স্ক্রুটিনির জন্য আবেদন করতে চান তাঁরা ফলাফল ঘোষণার ৩০ মিনিটের মধ্যেই তাদের ফলাফল যাচাই করার জন্য আবেদন করতে পারবেন। 

UP Board 10th, 12th 2019 ডাইরেক্ট লিংকে ক্লিক করুন দেখতে পাবেন রেজাল্ট

এবছর ৫৮ লাখেরও বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন। ইউপি বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার জন্য প্রায় ৩২ লাখ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন হয়েছে। দ্বাদশ শ্রেণির জন্য সংখ্যাটা প্রায় ২৬ লক্ষ।

গত বছরের ইউপি বোর্ডের পরীক্ষাতে দ্বাদশ শ্রেণিতে পাসের হার ছিল ৭৫.১৬%। দশম শ্রেণি উত্তীর্ণের হার ছিল ৭২.৪৩%।

Advertisement