This Article is From Mar 05, 2019

মোদি ভারতকে একেবারে দুর্নীতি মুক্ত করেছেন, দাবি যোগী আদিত্যনাথের

আদিত্যনাথের কথায়, “সন্ত্রাসবাদীরা প্রেমের ভাষা বুঝতে পারে না, তাই ভারতীয় সৈন্যরা ‘শিবের তাণ্ডবের’ মতো সার্জিক্যাল স্ট্রাইক করেছে।” 

মোদি ভারতকে একেবারে দুর্নীতি মুক্ত করেছেন, দাবি যোগী আদিত্যনাথের

যোগীর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি আরও পাঁচ বছর দেশের প্রধানমন্ত্রী থাকেন, তবে এই দেশ বিশ্বের তিনটি সবথেকে বড় অর্থনীতির মধ্যে নিজের জায়গা করে নেবে

গোরখপুর:

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath) সোমবার দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে ‘দুর্নীতি মুক্ত' (corruption-free) করেছেন। আদিত্যনাথ বলেন, “মোদি সরকার (Modi government) দরিদ্রদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প শুরু করেছেন এবং দুর্নীতি মুক্ত ভারতের স্বপ্ন উপলব্ধি করেছেন।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি আরও পাঁচ বছর দেশের প্রধানমন্ত্রী থাকেন, তবে এই দেশ বিশ্বের তিনটি সবথেকে বড় অর্থনীতির মধ্যে নিজের জায়গা করে নেবে।” 

হিন্দুদের ‘গোমূত্র পানকারী জীব' বলে মন্তব্য, পাক মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ইমরান খান

যোগী বলেন, “কংগ্রেসের শাসন আমলে, বিশ্বব্যাপী অর্থনীতিতে ভারতের স্থান ছিল ১১। কিন্তু মোদি সরকারের সময় আমাদের দেশ ষষ্ঠস্থানে উঠে এসেছে...আবারও এই নির্বাচনে ক্ষমতায় ফিরে আসার পর, তিনি দেশকে ৩ নম্বর স্থানে তুলে নিয়ে আসবেন।” আদিত্যনাথের কথায়, “সন্ত্রাসবাদীরা প্রেমের ভাষা বুঝতে পারে না, তাই ভারতীয় সৈন্যরা ‘শিবের তাণ্ডবের' মতো সার্জিক্যাল স্ট্রাইক করেছে।” 

ফিরে আসুক ঘন্টার সঙ্গে আজানের সুর, পুলওয়ামাতে মন্দির সংস্কারে হাত মেলালেন কাশ্মীরি মুসলিমরা

তাঁর দাবি, “আসলে, দ্বিতীয় এই সার্জিক্যাল স্ট্রাইকের সময় অনেক সন্ত্রাসবাদীই মারা গিয়েছে কিন্তু পাকিস্তান এই বিষয়টি গোপন করেছে।” গতকাল উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলায় ১৩১ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এরপরে তিনি দেওরিয়া যান, ৭১ কোটি টাকার একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

.



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.