Read in English
This Article is From Jul 09, 2020

মধ্যপ্রদেশের মহাকাল মন্দির থেকে গ্রেফতার ৮ পুলিশ কর্মী খুনে অভিযুক্ত বিকাশ দুবে

Vikas Dubey Arrested: ওই হত্যা করে গা ঢাকা দিলেও তাঁর খোঁজে চিরুণি তল্লাশি শুরু করে পুলিশ, এমনকী বিকাশের মাথার দাম ঘোষণা করা হয় ৫ লক্ষ টাকা

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Vikas Dubey: কানপুরে ৮ পুলিশ কর্মী খুনের অভিযোগ রয়েছে এই মাফিয়ার বিরুদ্ধে

Highlights

  • মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে বিকাশ দুবেকে গ্রেফতার করে পুলিশ
  • সম্প্রতি ৮ পুলিশ কর্মীকে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে
  • বেশ কিছুদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিল ওই মাফিয়া
নয়া দিল্লি:

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়ন থেকে শেষপর্যন্ত গ্রেফতার করা হল বেশ কিছুদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানো কুখ্যাত মাফিয়া বিকাশ দুবেকে (Vikas Dubey)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ওই গ্যাংস্টারের বিরুদ্ধে সম্প্রতি কানপুরে ৮ পুলিশ কর্মী খুনের অভিযোগ উঠেছে। কয়েকদিন ধরেই ওই মাফিয়ার খোঁজে ৩ রাজ্য তোলপাড় করছিল পুলিশ। মধ্যপ্রদেশের মহাকাল মন্দির এলাকা থেকে বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়ে বিকাশ। একই সময়ে উত্তরপ্রদেশে পুলিশি এনকাউন্টারে খতম হয়েছে তাঁর দুই শাগরেদও। বুধবার বিকাশ দুবের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী আমন দুবেকেও খতম করে পুলিশ। গত শুক্রবার খুন, অপহরণ-সহ ৬০ টি মামলায় অভিযুক্ত বিকাশ দুবেকে গ্রেফতার করার জন্যেই কানপুরের চৌবেপুর এলাকার বিকরু গ্রামে বিশাল একটি পুলিশ দল অভিযান চালায়। সেই সময়েই পাল্টা আক্রমণে করে ওই মাফিয়া। তাঁর চালানো গুলিতে মৃত্যু হয় ৮ পুলিশ কর্মীর। তারপরেই এলাকা ছেড়ে চম্পট দেয় সে।

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বিজেপি নেতা, তাঁর বাবা এবং ভাই

উত্তরপ্রদেশের অন্যতম ত্রাস ছিল মাফিয়া বিকাশ দুবে। পুলিশ কর্মীদের হত্যা করে সে গা ঢাকা দিলেও তাঁর খোঁজে চিরুণি তল্লাশি শুরু করে পুলিশ। এমনকী বিকাশের মাথার দাম ঘোষণা করা হয় ৫ লক্ষ টাকা।

Advertisement

কাশ্মীরে বিজেপি নেতা হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁর ১০ নিরাপত্তারক্ষীকে

মঙ্গলবারও একটুর জন্যে নাগাল গলে পালিয়ে গেছিল বিকাশ দুবে। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশ পুলিশের আট কর্মীকে খুন করা ওই মাফিয়া দিল্লি-মথুরা হাইওয়ের উপর ফরিদাবাদের বাধকাল এলাকার একটি হোটেলে লুকিয়ে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওইদিন রাতেই সেই হোটেলে হানা দেয় এসটিএফের দল। উত্তরপ্রদেশ পুলিশের প্রায় ৩০-৩৫ জন অফিসার সাধারণ পোশাকে এই রেড চালায়। তবে পুলিশ পৌঁছনোর আগেই সেই তল্লাট থেকে গা ঢাকা দেয় কুখ্যাত অপরাধী। কিন্তু বৃহস্পতিবার আর পুলিশের জাল কেটে বেরোতে পারেনি সে। 

Advertisement

বুধবার উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে সংঘর্ষে নিহত হয় বিকাশের ‘ডানহাত' বলে পরিচিত আমন দুবেও।

গত সপ্তাহে কানপুরের কাছে বিকরু গ্রামে বিকাশের খোঁজে যায় পুলিশের একটি দল। গ্রামে ঢোকার পথে জেসিবি মেশিন রেখে পুলিশের পথ আটকেছিল দুষ্কৃতী বাহিনী। গাড়ি থেকে নেমে পুলিশকর্মীরা গ্রামে ঢোকার চেষ্টা করলে তাঁদের উপর এলোপাথাড়ি গুলি চালায় বিকাশ দুবের দলবল। যার জেরে ৮ পুলিশ কর্মীর মৃত্যু হয়।

Advertisement

এই ঘটনায় স্থানীয় পুলিশের একাংশ বিকাশের কাছে অভিযানের খবর আগেই পৌঁছে দিয়েছিল বলে অভিযোগ ওঠে। শুরু হয় তদন্ত। মঙ্গলবার চৌবেপুর থানার সমস্ত পুলিশকর্মী সহ মোট ৬৮ জনকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

Advertisement