Read in English
This Article is From Apr 03, 2020

লকডাউনে পুলিশের উপরে হামলায় জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করবে উত্তরপ্রদেশ সরকার

কঠোর ভাবে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হবে হামলাকারীদের উপরে। রাজ্যে এই ধরনের বেশ কিছু ঘটনার কথা সামনে আসায় এমনই সিদ্ধান্ত যোগী আদিত্যনাথ সরকারের।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

গত ১ এপ্রিল মুজাফফরনগরে এক সাব ইন্সপেক্টর ও এক কনস্টেবলের উপরে হামলা চালানো হয়। (প্রতীকী)

Highlights

  • পুলিশের উপরে হামলা চালালে তাদের উপরে কড়া ব্যবস্থা নেবে উত্তরপ্রদেশ সরকার
  • জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হবে হামলাকারীদের উপরে
  • গত কয়েক দিনে রাজ্যে পুলিশের উপরে হামলা চালানোর বেশ কিছু ঘটনা ঘটেছে
Lucknow:

লকডাউনের (Lockdown) সময় পুলিশের উপরে হামলা চালালে তাদের উপরে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে শুক্রবার জানিয়ে দিল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার। কঠোর ভাবে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হবে হামলাকারীদের উপরে। রাজ্যে এই ধরনের বেশ কিছু ঘটনার কথা সামনে আসায় এমনই সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের এক সিনিয়র আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘পুলিশ তার কর্তব্য করছে। মানুষকে লকডাউনের সময় বাইরে থাকতে দিচ্ছে ‌না। এই পরিস্থিতিতে রাজ্যে পুলিশকে আক্রমণ করার মতো কয়েকটি ঘটনা ঘটেছে। এই ধরনের লোকদের নিরস্ত করতে তাদের উপরে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।''

যারা লকডাউনকে হালকা ভাবে নিয়ে পুলিশকে আক্রমণ করছে তাদের উপরেই এই আইন বলবৎ হবে জানান তিনি।

করোনার সঙ্গে লড়ার জন্যে ভারতকে ১ বিলিয়ন ডলার অর্থসাহায্য বিশ্বব্যাংকের

Advertisement

গত ১ এপ্রিল মুজাফফরনগরে এক সাব ইন্সপেক্টর ও এক কনস্টেবলের উপরে হামলা চালানো হয়। লকডাউনের সময় একদল গ্রামবাসী তাঁদের উপরে চড়াও হয়। দু'জনেই গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

মুজাফফরনগরের মোরনা গ্রামে টহল দেওয়ার সময় পুলিশের নজরে আসে একদল গ্রামবাসী রাস্তায় ভিড় করে রয়েছে। তাদের নিষেধাজ্ঞা মেনে চলার কথা জানানো হলে তারা উল্টে পুলিশকেই ঢিল ছুঁড়তে শুরু করে।

Advertisement

গোটা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী

কেউ কেউ লোহার রড নিয়েও চড়াও হয় পুলিশের উপরে।

Advertisement

মুজফফরনগরের ঘটনা ছাড়াও রাজ্যে আরও বেশ কিছু এই ধরনের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সাম‌লাতে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ।

Advertisement