Read in English
This Article is From Dec 27, 2019

হিংসাত্মক নাগরিক বিক্ষোভের মাঝে আটকে মুসলিম বরযাত্রী! কী করলেন উত্তরপ্রদেশের হিন্দুরা?

হিংসা এবং পরবর্তী সময়ে কারফিউয়ের মাঝে পড়ে ওই মুসলিম পরিবার বিয়ে স্থগিত করার সিদ্ধান্তই নেন। বরের প্রতিবেশী বিমল চাপাদিয়া এই সমস্যার কথা জানতে পেরে পরিবারকে সাহায্য করার সিদ্ধান্ত নেন।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

জিনাত জানিয়েছেন, বিমল জিনাতের জন্য যা করেছেন তা তিনি কখনই ভুলতে পারবেন না

কানপুর:

নাগরিকত্ব আইনের (CAA Protests) বিরোধিতায় উত্তাল উত্তরপ্রদেশ। কোথাও কারফিউ অমান্য করেই চলছে আন্দোলন কোথাও আবার পুলিশের গুলিতে প্রাণ গিয়েছে সাধারণ মানুষের। ‘বিভাজনমূলক' এই আইনের বিরোধিতা ও হিংসার মাঝেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নজির দেখল উত্তরপ্রদেশের কানপুর শহর। মুসলিম বরযাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছতে মানববন্ধন গড়লেন একদল হিন্দু নাগরিক। নিরাপদে বিয়ের মণ্ডপে পৌঁছানোর জন্য এক মুসলিম ব্যক্তির বরযাত্রীকে গিরে মানববন্ধন তৈরি করেন হিন্দুরাই। শনিবার কানপুর শহরে নাগরিকত্ব আইন নিয়ে হিংসা ছড়ায় ফের। এরই মাঝে এক হিন্দু যুবক ও তার বন্ধুরা মিলেই মানববন্ধন গড়েন।

পৌষের অকাল বর্ষণে জবুথবু কলকাতা! কেমন রইবে বর্ষশেষের আবহাওয়া?

হিংসা এবং পরবর্তী সময়ে কারফিউয়ের মাঝে পড়ে ওই মুসলিম পরিবার বিয়ে স্থগিত করার সিদ্ধান্তই নেন। বরের প্রতিবেশী বিমল চাপাদিয়া এই সমস্যার কথা জানতে পেরে পরিবারকে সাহায্য করার সিদ্ধান্ত নেন।

Advertisement

বিমল চাপাদিয়া এবং তার বন্ধু সোমনাথ তিওয়ারি ও নীরজ তিওয়ারি তাদের সমস্ত বন্ধুকে একত্রিত করেন। যখন মুসলিম বরযাত্রীর প্রায় ৭০ জন মানুষ উপস্থিত হন, তখন হিন্দু যুবকরাই তাদের চারপাশে একটি মানববন্ধন তৈরি করেন এবং বাকেরগঞ্জ ক্রসিং থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিয়ের মণ্ডপে নিয়ে যান।

মানববন্ধনের সব সদস্য বিয়ে শেষ না হওয়া পর্যন্ত ওখানেই থাকেন। বিয়ে সমাপ্ত হলে ‘বরযাত্রী'কে আবার সেই অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় মানববন্ধনেরই মধ্যে দিয়ে।

Advertisement

নাগরিকত্ব আইনের প্রতিবাদ ঘিরে কড়া চ্যালেঞ্জের মুখে প্রধানমন্ত্রী মোদি

বিমল চাপাদিয়া একটি বেসরকারি বিদ্যালয়ের প্রশাসক হিসাবে কাজ করেন। তার কথায়, তিনি কেবল যা সঠিক বলে মনে করেছিলেন তাই করেছেন। বিমল বলেন, “আমি কনে মানে জিনাতকে বড় হতে দেখেছি। সে আমার ছোট বোনের মতো। আমি কীভাবে তার মন ভেঙে দিতে পারি? আমরা প্রতিবেশী এবং খারাপ সময়ে আমাকে পরিবারের পাশে দাঁড়াতে তো হবেই।”

Advertisement

জিনাতও জানিয়েছেন প্রকৃত অর্থেই বিমল তার ভাই এবং তিনি জিনাতের জন্য যা করেছেন তা তিনি কখনই ভুলতে পারবেন না।

Advertisement