মহাভারতের আমলে মন্দিরটি প্রতিষ্ঠা হয় বলে কথিত আছে।
হামিরপুর: উত্তরপ্রদেশের খরাক্রান্ত বুন্দেলখণ্ডের একটি অতি প্রাচীন আশ্রমকে 220 কিলোমিটার দূরের এলাহাবাদের গঙ্গার জলে ধুয়ে ‘শুদ্ধ’ করা হল। ওই গঙ্গাজল দিয়ে ‘শুদ্ধ’ করা হল আশ্রমের বিগ্রহটিকেও। কারণ একটাই। ওই আশ্রমে কয়েকদিন আগে একজন মহিলা প্রবেশ করেছিলেন। আশ্রমটি হামিরপুর জেলায় অবস্থিত। 20 দিন আগে, বিজেপির স্থানীয় বিধায়ক মনীষা অনুরাগী সরকারের জনকল্যাণ বিভাগের প্রকল্পের অংশ হয়ে জরিপ ওই অঞ্চলে গিয়েছিলেন। ইস্কুলের পড়ুয়াদের ইউনিফর্ম দেওয়ার জন্য তিনি ঋষি দ্রুম আশ্রমে যান এবং তারপর ওই মন্দিরে প্রবেশ করেন।
কথিত আছে, এই আশ্রমটির প্রতিষ্ঠা করা হয় মহাভারতের আমলে। বিজেপি বিধায়ক বলেন, এত প্রাচীন মন্দির ও আশ্রমটি তাঁকে পরিদর্শন করার অনুরোধ করেন স্থানীয় মানুষেরা। সেই কারণেই তিনি ওখানে গিয়েছিলেন।