This Article is From Jan 09, 2020

নিরাপত্তার স্বার্থে মহিলারা সংগ্রহে রাখুন “Lipstick Gun”, দেখে নিন কী কী কাজে আসবে এটি?

Lipstick Gun: মহিলাদের নিরাপত্তার স্বার্থে শ্যাম চৌরাসিয়া নামে এক বিজ্ঞানী এই অভিনব বন্দুকটি তৈরি করেছেন

নিরাপত্তার স্বার্থে মহিলারা সংগ্রহে রাখুন “Lipstick Gun”, দেখে নিন কী কী কাজে আসবে এটি?

Security Gadget for Women: চার্জ দিয়ে ব্যবহার করা যাবে এই লিপস্টিক বন্দুক বা লিপস্টিক গানটি (প্রতীকী ছবি)

হাইলাইটস

  • মেয়েদের নিরাপত্তায় এবার এল "লিপস্টিক গান"
  • এই অভিনব সুরক্ষা গ্যাজেটটি তৈরি করলেন বারাণসীর এক বিজ্ঞানী
  • একদম লিপস্টিকের মতো দেখতে এই গ্যাজেটটির দাম পড়বে প্রায় ৬০০ টাকা

দেশ তথা গোটা বিশ্ব জুড়ে প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছে নারী নির্যাতন বা রাস্তাঘাটে মহিলাদের উপর হেনস্থা বা আক্রমণের ঘটনা। অনেকেই বলছেন এর থেকে বাঁচতে নারীদেরই অবলা থেকে সবলা অর্থাৎ নিজেকে বাঁচানোর ক্ষমতা রাখা উচিত। ঠিক সেই সময়েই নারীদের পাশে দাঁড়ালেন উত্তরপ্রদেশের বারাণসীর (Varanasi) এক বিজ্ঞানী। মহিলাদের নিরাপত্তার স্বার্থে (Security Gadget for Women) শ্যাম চৌরাসিয়া নামে ওই বিজ্ঞানী তৈরি করলেন "লিপস্টিক গান" বা লিপস্টিক বন্দুক (Lipstick Gun) নামের সুরক্ষা গ্যাজেটটি। তবে হ্যাঁ, ভাববেন না যে এই  "লিপস্টিক গান" দিয়ে আপনি যখন তখন ঢিশকাও...ঢিশকাও করে গুলি চালাতে পারবেন। এটি আসলে আপনি বিপদে পড়লে আপনার সংকেতবার্তা পাঠাতে সাহায্য় করবে। ধরুন আপনার কাছে যদি ওই সুরক্ষা গ্যাজেটটি থাকে তাহলে আপনি বিপদে পড়েছেন মনে করলেই ওটা ব্য়বহার করে বিস্ফোরণের মতো একটি শব্দ করতে পারেন। যাতে অবশ্যই অনেকেই মনে করছেন এক ঢিলে দুই পাখি মারা যাবে। মানে ওই বিকট শব্দ শুনে আক্রমণকারী ঘাবড়ে পালিয়ে যেতে পারে অথবা ওই শব্দ শুনে আশেপাশের লোক ছুটে আসতে পারে। আর তাছাড়া "লিপস্টিক গান"-টির মাধ্যমে আপনি চাইলেই পুলিশকে জানানোর জন্যে এমার্জেন্সি নম্বর ১১২-তে একটি বিপদ সংকেত পাঠাতে পারবেন।

Viral Video: বিপজ্জনকভাবে বহুতলের ৫ তলার কার্নিশ দিয়ে হাঁটছে ছোট্ট শিশু!

ওই অভিনব সুরক্ষা গ্যাজেটের আবিষ্কর্তা বিজ্ঞানী চৌরাসিয়া বলেন যে তিনি নাকি সাধারণ লিপস্টিক কভারটিতেই একটি অতিরিক্ত সকেট লাগিয়ে সেটি তৈরি করেছেন।

"যদি কোনও মহিলা কোনও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন তবে তিনি কেবল সকেটে লাগানো বোতামটি টিপলেই হবে। সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ সৃষ্টি করবে এবং ১১২-তে একটি বিপদ সংকেতও পাঠিয়ে দেবে। এটা ছোটখাটো হওয়ায় যখন তখন যেখানে খুশি নিয়ে যাওয়া সহজ। আর তাছাড়া যেহেতু এটা দেখতে একদমই একটি সাধারণ লিপস্টিকের মতন, তাই এটা কাছে থাকলে কেউ কোনও সন্দেহও করবে না", বলেন শ্যাম চৌরাসিয়া নামে ওই বিজ্ঞানী।

"লিপস্টিক গান" বা লিপস্টিক বন্দুকটি আপনি চার্জ দিয়ে ব্যবহার করতে পারেন এবং ব্লুটুথের মাধ্যমে এটি মোবাইল ফোনের সঙ্গেও যুক্ত করা যাবে।

চোখের পলকেই ছাড়ান ডিমের খোসা, অসংখ্য মানুষ ভিডিওতে দেখলেন সেই পদ্ধতি!

তিনি বলেন যে এই গ্যাজেটটি তৈরি করতে তাঁর এক মাস সময় লেগেছে। আপাতত এটির দাম পড়বে প্রায় ৬০০ টাকা। তবে তিনি এই ডিভাইসটির পেটেন্ট পাওয়ার পরিকল্পনা করছেন।

গ্যাজেটটি ব্যবহার করে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেফালি রাই বলেন: "এটি সাংঘাতিক জোরে একদম বিস্ফোরণের মতো শব্দ করতে পারে আর এটা কোথাও নিয়ে যাওয়ার পক্ষেও বেশ সুবিধাজনক এবং আপনি যখন এটিকে কোথাও বের করবেন, তখন কেউ সন্দেহই করবে না কারণ এটা দেখতে একদম লিপস্টিকের মতোই"।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)Click for more trending news


.