UPSC: ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (আইএফএস) প্রধান পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত
নয়া দিল্লি: ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (আইএফএস) (Indian Forest Service) মূল পরীক্ষা ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ১৭ অক্টোবর পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে। ২ ডিসেম্বর কোনও পরীক্ষা হবে না।
IFS-এর মূল পরীক্ষার সময়সূচী
আইএফএসের (IFS exam) মূল পরীক্ষা হবে কলকাতা, ভোপাল, চেন্নাই, দিল্লি, দিসপুর (গুয়াহাটি), হায়দরাবাদ, লখনউ, নাগপুর, পোর্ট ব্লেয়ার এবং সিমলায়।
LIC Assistant Admit Card: প্রকাশিত অ্যাডমিট কার্ড, পরীক্ষা ৩০, ৩১ অক্টোবর
সিভিল সার্ভিস পরীক্ষার পাশাপাশি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষাও অনুষ্ঠিত হয়। আইএফএসে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হয় পর পর দুটি পরীক্ষার মাধ্যমে - প্রাথমিক পরীক্ষা এবং প্রধান পরীক্ষা। মূল পরীক্ষায় একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ বা সাক্ষাৎকার থাকে।
ইউপিএসসি (UPSC) প্রাথমিক পরীক্ষার মাধ্যমে মূল পরীক্ষার জন্য প্রার্থীদের বাছাই করে। আনুমানিক যতগুলি পদ খালি আছে সেই সংখ্যার অনুপাতে মোট বারো থেকে তের গুণ সংখ্যক প্রার্থীদের মূল পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হয়। চূড়ান্ত মেধা তালিকাটি মূল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই তৈরি হবে।
CAT 2019 Notification: পরীক্ষা ২৪ নভেম্বর, ক্যাট ২০১৯ সম্বন্ধে জানুন সবিস্তারে
কমিশন তাদের বিবেচনার ভিত্তিতে নির্ধারিত প্রধান পরীক্ষার লিখিত অংশে ন্যূনতম যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের ইন্টারভিউ বা সাক্ষাৎকারের জন্য ডাকবে। ইন্টারভিউ বা সাক্ষাৎকারে ৩০০ নম্বর থাকে (কোনও ন্যূনতম যোগ্যতা নম্বর নেই)।
এ বছর আইএফএস (Indian Forest Service) পরীক্ষার শূন্যপদের সংখ্যা আনুমানিক ৯০টি হবে হবে বলে আশা করা হচ্ছে।
দেখুন ভিডিও: