Masood Azahar: একেবারে শেষ মুহূর্তে আপত্তি জানায় চিন।
হাইলাইটস
- অন্য পদক্ষেপ করতে হবে, মাসুদ-কাণ্ডের পর চিনকে সতর্ক করে বার্তা আমেরিকার
- চিনের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই সুর চড়াল আমেরিকা
- মাসুদ আজাহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণায় বাধা দিয়েছে চিন
নিউ দিল্লি: একাধিক সন্ত্রাসবাদী হামলার (Terror Attack)মাস্টারমাইন্ড মাসুদ আজাহারকে (Masood Azahar) গ্লোবাল টেররিস্ট (Terrorist Attack) ঘোষণায় বাধা দিয়েছে চিন। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই সুর চড়াল আমেরিকা। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের (UN Security Council) মার্কিন প্রতিনিধি বললেন মাসুদ প্রসঙ্গে অন্য পদক্ষেপ নিতে হতে পারে। পাশাপাশি তিনি জানান সন্ত্রাসবাদের মোকাবিলা করতে চাইলে পাকিস্তান বা অন্য কোনও দেশে থাকা সন্ত্রাসবাদীকে আড়াল করা উচিত নয় চিনের। মাসুদ আজাহার(Masood Azahar) গ্লোবাল টেররিস্ট হবে কিনা এ নিয়ে বুধবার সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। একেবারে শেষ মুহূর্তে আপত্তি জানায় চিন। তাদের ভেটোতেই মাসুদকে এই তকমা দেওয়া গেল না।
নিজেদের অবস্থান প্রসঙ্গে কোনও কারণ দেখায়নি চিন।
মার্কিন প্রতিনিধি বলেন, "এ নিয়ে চার বার বাধা দিল চিন। একজন সন্ত্রাসবাদীকে রক্ষা করা চিনের উচিত নয়। নিরাপত্তা পরিষদকে নিজের কাজ করা থেকে বিরত করা উচিত নয়। আর চিন যদি এ ধরনের কাজ করতেই থাকে তাহলে, দায়িত্ব বোধ সম্পন্ন সদস্যদের অন্য পদক্ষেপ নিতে হবে"। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে একটি সদস্য সময় নেওয়ায় এবারও মাসুদকে(Masood Azahar) গ্লোবাল টেররিস্ট ঘোষণা করা যায়নি। মন্ত্রক বলেছে ,"গোটা ঘটনায় আমরা হতাশ। এর ফলে পুলওয়ামার জঙ্গি হানার দায় নেওয়া জইশ প্রধান মাসুদের(Masood Azahar) বিরুদ্ধে ব্যবস্থা করা গেল না। এই তকমা পেয়ে গেলে সন্ত্রাসবাদী কাজ কর্ম চালাতে সমস্যা হত মাসুদের। কোথাও যাওয়াত করতে সমস্যা হত, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা টাকা থেকে শুরু করে অন্য সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যেত"। নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্য দেশ ভেটো দিতে পারে। সেই তালিকায় আছে চিন। এর আগে আরও তিন বার ভেটো দিয়েছে তারা। ২০১৬ সালের এপ্রিল মাসে একই কাজ করে বেজিং। সেবার পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হানা দেয় জইশ। তারপর ফের নিজেদের দাবি নিয়ে সরব হয় দিল্লি। কিন্তু সেবারও চিন বাধা দেয়। বছর তিনেক পর ঘটল সেই ঘটনাই।