Read in English
This Article is From Feb 25, 2020

ডোনাল্ড ট্রাম্প এক ভিন্ন ভারতকে দেখবেন, যেমনটা বারাক ওবামা বা অন্যরা দেখেননি: মুকেশ আম্বানি

এদেশের প্রতিটি উদ্যোগপতিরই বিল গেটস কিংবা ধীরুভাই আম্বানি হওয়ার ক্ষমতা রয়েছে বলে দাবি করেন মুকেশ আম্বানি।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from IANS)

মুকেশ বলেন, ‘‘আমার মনে কোনও সন্দেহ নেই যে, আমরা বিশ্বের প্রথম তিনটি অর্থনীতির অন্যতম হব।’’

Highlights

  • মুকেশ আম্বানির মতে, ডোনাল্ড ট্রাম্প যে ভারতকে দেখছেন তা ভিন্ন
  • মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে শীর্ষ শিল্পপতিদের বৈঠকে যোগ দেবেন মুকেশ আম্বানি
  • সোমবার ভারতে এসেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প
মুম্বই:

এক নতুন ব্র্যান্ডের ভারত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) স্বাগত জানাচ্ছে। শক্তিশালী ভাবে রূপান্তরিত একটি সমৃদ্ধ ডিজিটাল অর্থনীতি— যা এর আগের মার্কিন রাষ্ট্রপতিরা এখানে এসে দেখেননি। ‘রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড'-এর সভাপতি ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি (Mukesh Ambani) সোমবার একথা জানালেন। সোমবার আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামে প্রায় ১.১০ লক্ষ মানুষের সামনে উপস্থিত হয়ে বিপুল সাড়া পান সস্ত্রীক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এদিন ট্রাম্পের ভারত সফর নিয়ে বলতে গিয়ে মুম্বইয়ে মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লাকে সংস্থার ‘ফিউচার ডেকোরেটেড সামিট'-এ মুকেশ আম্বানি বলেন, ‘‘যে ভারতকে উনি (ট্রাম্প) দেখছেন ২০২০-তে তা রাষ্ট্রপতি কার্টার, ক্লিনটন এমনকী বারাক ওবামার দেখা ভারতের থেকেও আলাদা।''

প্রসঙ্গত, সত্য নাদেল্লা ভারতে এসেছেন তিন দিনের সফরে। মুকেশ আম্বানি বলেন, মোতেরা স্টেডিয়াম হল ভারতের প্রগতির এক উজ্জ্বল  দৃষ্টান্ত।

তিনি নাদেল্লাকে বলেন, ‘‘ওই স্টেডিয়ামের ডিজিটার পরিকাঠামো বিশ্বের যে কোনও স্থানের চেয়ে ভাল। এটা নতুন ভারত, যেমনটা আমরা শুরু করেছি ২০২০ সালে।''

Advertisement

মঙ্গলবার নয়াদিল্লিতে ট্রাম্পের সঙ্গে শীর্ষ শিল্পপতিদের বৈঠক ও দ্বিপ্রাহরিক বৈঠকে যোগ দেবেন মুকেশ আম্বানি। তার আগে এদিন তিনি নাদেল্লাকে বলেন, ‘‘আমার মনে কোনও সন্দেহ নেই যে, আমরা বিশ্বের প্রথম তিনটি অর্থনীতির অন্যতম হব।''

তিনি আরও বলেন, ‘‘আমি ও আপনি যেখানে বেড়ে উঠেছি তার থেকে একেবারেই এক ভিন্ন ভারতকে দেখবে পরবর্তী প্রজন্ম।''

Advertisement

এদেশের প্রতিটি উদ্যোগপতিরই বিল গেটস কিংবা ধীরুভাই আম্বানি হওয়ার ক্ষমতা রয়েছে বলেও দাবি করেন মুকেশ আম্বানি।

Advertisement