বিমান থেকে নামার পরে প্রধানমন্ত্রী সঙ্গে ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে (Melania Trump) আহমেদাবাদে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩৬ ঘণ্টার ভারত সফরে সোমবার এসেছেন ট্রাম্প। কেবল সস্ত্রীক ট্রাম্পই নন, সঙ্গে রয়েছেন তাঁদের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও জামাই জেরেড কুশনার। তাঁরা বিমান থেকে নামার পর নরেন্দ্র মোদি তাঁদের নিয়ে যান ট্রাম্পের সশস্ত্র কালো রঙের গাড়ি ‘বিস্ট'-এর কাছে। রংবেরঙের পোশাক পরে নর্তকীরা নৃত্য পরিবেশন করেন মেলানিয়া ট্রাম্পের জন্য। গত বছর টেক্সাসে ‘হাউডি মোদি' অনুষ্ঠানের পর এবার এদেশে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে হাজির মার্কিন রাষ্ট্রপতি। দু'দেশের বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনার মধ্যে ট্রাম্পের এবারের ভারত সফর। প্রসঙ্গত, আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন।
রইল আহমেদাবাদে সপরিবারে ডোনাল্ড ট্রাম্প পৌঁছনোর পরে কয়েকটি সেরা মুহূর্তের ছবি:
এদিন বিমান থেকে নামার সময় সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প
তাঁরা জেট এয়ার ফোর্স ওয়ান থেকে নেমে আসার পরে ট্রাম্পকে ঊষ্ণ আলিঙ্গনে ভরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মার্কিন রাষ্ট্রপতিকে ঊষ্ণ আলিঙ্গনে ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী
রবিবার রাতে ওয়াশিংটন থেকে বেরনোর কিছু আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘আমরা লক্ষ লক্ষ মানুষের মধ্যে থাকব। আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে থাকব। উনি একজন বন্ধু।'' তিনি মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন ‘নমস্তে ট্রাম্প' হতে চলেছে বৃহত্তম ইভেন্ট।
মহাত্মা গান্ধির সাবরমতী আশ্রমে চরকা কাটছেন ডোনাল্ড ট্রাম্প
সাবরমতী আশ্রমের ভিজিটরস বুকে ট্রাম্পের বার্তা।
ডোনাল্ড ট্রাম্পকে একবার দেখতে আহমেদাবাদের রাস্তায় মানুষের ঢল।