This Article is From Apr 08, 2020

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল ব্লক করে দেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

WHO এর উপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট, সংস্থার তহবিলে কোনও অর্থ না দেওয়ার হুমকি, আমেরিকার থেকে তহবিলে বড় অঙ্কের অর্থ সাহায্য আসে ওই সংস্থার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল ব্লক করে দেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

Coronavirus Outbreak: চিনের বিষয়ে পক্ষপাতিত্ব করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিযোগ ট্রাম্পের (ফাইল চিত্র)

হাইলাইটস

  • চিনের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, উঠল অভিযোগ
  • বিস্ফোরক অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
  • হু-এর তহবিলে অর্থ বরাদ্দ কমানোর ব্যাপারেও চিন্তাভাবনা করছে আমেরিকা
ওয়াশিংটন:

এবার মার্কিন সর্বেসর্বার রোষে 'হু'। করোনা (Coronavirus Outbreak) পরিস্থিতি নিয়ে চিনের প্রতি পক্ষপাতিত্ব করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এমন বিস্ফোরক অভিযোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তহবিল হ্রাস করারও হুমকি দিয়েছেন তিনি (Donald Trump)। তিনি হু-এর বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়ে সাংবাদিকদের বলেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি এবার 'কঠোর অবস্থান' থাকবে। উল্লেখ্য, আমেরিকার থেকেই নিজেদের স্বাস্থ্য তহবিলে বড় অঙ্কের অর্থ সাহায্য পায় 'হু'। তিনি রীতিমতো হুঙ্কার ছেড়ে বলেন যে, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্যের বরাদ্দ তহবিলের পরিমাণ কমানোর ভাবনাচিন্তা করছি। যা পরিস্থিতি (Coronavirus) তাতে সবার আগে নিজের দেশ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের কথাই সর্বাগ্রে চিন্তা করতে হবে বলেন তিনি। 'আমেরিকা ফার্স্ট' এই এজেন্ডার পক্ষেও মতামত ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প এর আগে রাষ্ট্রসংঘেরও সমালোচনা করেছিলেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে কতটা কাটছাঁট করবেন তিনি তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

ভারতে করোনায় মৃত্যু ১৪৯ জনের, গত ২৪ ঘণ্টায় শিকার ৩৫ জন, আক্রান্ত ৫,১৯৪

হোয়াইট হাউসে করা সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট প্রথমে বলেন, "হু-কে পাঠানো ফান্ড বন্ধ করে দেওয়া হবে", তার কিছু পরেই তিনি বলেন, "আমি বলিনি ফান্ড বন্ধ করে দেওয়া হবে। আমি বলেছি আমরা এই ব্যাপারে চিন্তাভাবনা করে দেখব"। তার এক মিনিট পর তিনি আরও বলেন, "আমি বলছি না যে আমি এটা করতে যাচ্ছি। আমরা তহবিলে অর্থ দেওয়া বন্ধ করার বিষয়ে বিবেচনা করছি"।

ট্রাম্পের অভিযোগ, করোনা ভাইরাস নিয়ে চিনের প্রতি পক্ষপাতিত্ব করছে হু। মার্কিন প্রেসিডেন্টের দাবি, চিন থেকেই গোটা বিশ্বে ছড়িয়েছে এই মারণ রোগ। পাশাপাশি হু আগে থেকে এই মারণ ভাইরাস প্রতিরোধের কোনও পরামর্শও দেয়নি বলে অভিযোগ করেন মার্কিন সর্বেসর্বা। অন্যান্য দেশকেও করোনা নিয়ে হু ঠিক তথ্য দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

করোনা রোগীদের সারাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন স্বাস্থ্যকর্মীরা, বাড়ছে সংকট

হু-এর পরামর্শ না-মেনেই তিনি চিনের জন্যে আমেরিকার সীমান্ত বন্ধ করে দিয়েছিলেন বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। দেশে জারি থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা নিয়ে ট্রাম্প লিখেছেন, "ভাগ্যিস, আমি চিন ও আমেরিকার মধ্যেকার সীমানা খোলার পরামর্শ প্রত্যাখ্যান করেছি"।

করোনা সংক্রমণের ফলে আমেরিকায় এখন মারাত্মক অবস্থা। সেদেশে মৃতের সংখ্যা ১২,০০০ ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতির জন্যে চিনকেই দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প।

 

.