This Article is From Sep 08, 2018

Foodgran packaging: প্লাস্টিক নয়, ব্যবহার করুন পাট, কেন্দ্রের কাছে আর্জি ব্যবসায়ীদের

পাট ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে শুক্রবার কেন্দ্রীয় সরকারের কাছে খাদ্যবস্তুর প্যাকেজিং (foodgrain packaging)-এর জন্য প্লাস্টিকের বদলে আরও বেশি করে পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়ানোর অনুরোধ করা হল।

Foodgran packaging: প্লাস্টিক নয়, ব্যবহার করুন পাট, কেন্দ্রের কাছে আর্জি ব্যবসায়ীদের

Foodgrain packaging...প্রায় দু'লক্ষ কর্মী ও চার লক্ষ কৃষক যুক্ত পাটশিল্পের সঙ্গে।

কলকাতা:

গানি ট্রেডার্স অ্যাসোসিয়েশন বা পাট ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে শুক্রবার কেন্দ্রীয় সরকারের কাছে খাদ্যবস্তুর প্যাকেজিং (Foodgrain Packaging)-এর জন্য প্লাস্টিকের বদলে আরও বেশি করে পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়ানোর অনুরোধ করা হল। “সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের কাছে অনুরোধ করা হয় যাতে সম্পূর্ণরূপে 1987 সালের জেপিএমএ আইন প্রণয়ন করে খাদ্যবস্তুর প্যাকেজিং-এর ক্ষেত্রে পাটজাত দ্রব্য ব্যবহারের নির্দেশ দেন”, সংগঠনের সভাপতি অমলপ্রসাদ ক্ষেত্রী গতকাল একটি সম্মেলনে উপস্থিত থেকে এই কথা বলেন।

দেশজুড়ে প্রায় দু’লক্ষ কর্মী ও চার লক্ষ কৃষক এই পাট শিল্পের অন্তর্গত। অথচ, তা এখন গোটা দেশ জুড়েই গভীর সংকটের মুখে পড়েছে।

এই সম্মেলনে বহু পাট ব্যবসায়ী স্বীকার করেন যে, এই সংকট ছাড়াও রয়েছে জিএসটি (GST)। যার ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত বহু ছোট ব্যবসায়ীরাও এখন এখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন। যার ফলে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাটজাত দ্রব্যের ব্যবসা।

কেন্দ্র এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার।

.