Read in English
This Article is From May 03, 2020

ফাঁড়ির মধ্যে দিব্যি নাচছে যুবক, হাততালি পুলিশের! ভাইরাল ভিডিও

যদিও ঘটনার পর সেই ফাঁড়ির ইন-চার্জকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করে তাঁকে বদলি করা হয়েছে পুলিশ লাইনে

Advertisement
অল ইন্ডিয়া Edited by

সেই ফাঁড়ির ইন-চার্জকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইটাওয়া:

ফাঁড়ির মধ্যে পুলিশি নিগ্রহের অভিযোগ। "আর সেই নিগ্রহের" ভিডিও ভাইরাল হওয়ায় উত্তরপ্রদেশের (UP) এটাওয়া জেলায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক হরিয়ানার পপস্টার স্বপ্না চৌধুরীর গানে দিব্য নাচছেন। আর হাততালি দিয়ে সেই যুবককে অভিবাদন জানাচ্ছেন ফাঁড়ির অন্য পুলিশকর্মীরা।  যদিও স্পষ্ট বোঝা যায়নি, ঠিক কী কারণে ফাঁড়ির ভিতর সেই যুবকের নাচে উৎসাহ দিচ্ছেন পুলিশকর্মীরা।তবে সূত্রের খবর, সেই যুবক লকডাউন বিধি ভাঙায় তাঁকে এভাবে শাস্তি দেওয়া হয়েছে। 

দেখুন সেই ভিডিওর টুইট: 

যদিও ঘটনার পর সেই ফাঁড়ির ইন-চার্জকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করে তাঁকে বদলি করা হয়েছে পুলিশ লাইনে। জেলা পুলিশের তরফে জারি করা বিবৃতিতে বলা, "নয়া শহর ফাঁড়ির একটা ভিডিও প্রকাশ্য এসেছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে ইন-চার্জ এক যুবককে নাচে উৎসাহ দিচ্ছেন। এই  ঘটনা বাহিনীর শৃঙ্খলার পরিপন্থী ও পুলিশকর্মীদের ভাবমূর্তিটে আঘাত।" 

Advertisement