Read in English
This Article is From Jan 29, 2020

ফেসবুক পোস্টে শাবানা আজমির মৃত্যুকামনা, সাসপেন্ড স্কুলশিক্ষিকা

যতদিন তদন্ত চলবে ততদিন ওই শিক্ষিকা সাসপেন্ড থাকবেন। তদন্তের ফলাফলের উপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

ফেসবুকে প্রবীণ অভিনেত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওই শিক্ষিকার বিরুদ্ধে।

Highlights

  • শাবানা আজমি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সাসপেন্ড স্কুলশিক্ষিকা
  • ফেসবুকে তিনি ওই মন্তব্য করেন বলে জানা গিয়েছে
  • তাঁকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে
নয়ডা:

বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় (Objectionable Comment Against Shabana Azmi) সাসপেন্ড করা হল এক সরকারি স্কুলের শিক্ষিকাকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেসবুকে প্রবীণ অভিনেত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। মঙ্গলবার একথা জানা গিয়েছে। পঞ্চাশোর্ধ্ব ওই শিক্ষিকা দাদরি এ‌লাকার এক জুনিয়র হাইস্কুলে পড়ান। সোমবার তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাঁকে সাসপেন্ড করা হয়। এক আধিকারিক জানিয়েছেন, ‘‘ওই শিক্ষিকা ফেসবুক পোস্টে শাবানা আজমি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি গতকাল আমাদের নজরে আসে। এবং তাঁর মন্তব্য উত্তরপ্রদেশের সরকারি কর্মীদের পরিষেবা নির্দেশিকাকে লঙ্ঘন করছে।''

তিনি জানান, ওই শিক্ষিকাকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। শিক্ষা দফতর ওই তদন্ত করছে।

যতদিন তদন্ত চলবে ততদিন ওই শিক্ষিকা সাসপেন্ড থাকবেন। তদন্তের ফলাফলের উপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

Advertisement

জানা গিয়েছে, তাঁর পোস্টে ওই শিক্ষিকা প্রবীণ অভিনেত্রীর মৃত্যু কামনা করেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে বড় দুর্ঘটনায় পড়েন শাবানা আজমি। তাঁদের গাড়িটি মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার সম্মুখীন হয় গত ১৮ জানু।আরি। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement