Read in English
This Article is From May 24, 2020

ধেয়ে আসছে ২.৫ থেকে ৩ কিমি দীর্ঘ পঙ্গপালের ঝাঁক! সতর্ক প্রশাসন

দেশে ঢুকে পড়েছে ২.৫ থেকে ৩ কিমি দীর্ঘ পঙ্গপালের ঝাঁক। সতর্ক উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসি (Jhansi) জেলা প্রশাসন।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

গ্রামের সাধারণ মানুষকে বলা হয়েছে পঙ্গপালের গতিবিধি সম্পর্কে কন্ট্রোল রুমে খবর দিতে।

ঝাঁসি:

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসি (Jhansi) জেলা প্রশাসন দমকল বাহিনীকে নির্দেশ দিয়েছে রাসায়নিক নিয়ে প্রস্তুত থাকার জন্য। সেখানকার ক্ষেতে পঙ্গপাল ধেয়ে আসার কথা (Locust Swarm) রয়েছে। এই পোকা শস্য ও সবজি ধ্বংস করে দিতে পারে দ্রুত। তাই নির্দেশ দেওয়া হয়েছে, রাসায়নিক স্প্রে করে পঙ্গপাল নিধনের জন্য প্রস্তুত থাকতে। জেলাশাসক অন্দ্র ভামসি সম্প্রতি এই নিয়ে একটি বৈঠকও করেছেন। তিনি জানাচ্ছেন, ‘‘গ্রামের সাধারণ মানুষকে বলা হয়েছে পঙ্গপালের গতিবিধি সম্পর্কে কন্ট্রোল রুমে খবর দিতে। যেখানে সবুজ ঘাস ও সবুজ ফসলের আধিক্য, পঙ্গপাল সেখানেই যায়। তাদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত জানলেই তা জানিয়ে দেওয়া হবে।''

কৃষি বিভাগের ডেপুটি ডিরেক্টর কমল কাটিয়ার জানিয়েছেন, এগিয়ে আসছে পঙ্গপালের ঝাঁক। তবে এগুলি আকারে ছোট। তিনি জানাচ্ছেন, ‘‘আমরা খবর পেয়েছি, দেশে ঢুকে পড়েছে ২.৫ থেকে ৩ কিমি দীর্ঘ পঙ্গপালের ঝাঁক। রাজস্থানের কোটা থেকে একটি দল আসছে পঙ্গপাল মোকাবিলায় সহায়তা করতে।''

এই মুহূর্তে পঙ্গপালের ঝাঁক অবস্থান করছে ঝাঁসির বাঙ্গরা মগরপুরে।

Advertisement

কমল কাটিয়ার জানিয়েছেন, রাতে পঙ্গপালগুলির উপরে কীটনাশক স্প্রে করা হবে।

Advertisement
Advertisement