हिंदी में पढ़ें
This Article is From Apr 27, 2020

করোনা লকডাউনে ‘ময়লি’ গঙ্গা ফের স্বচ্ছ্ব! স্পষ্ট দেখা যাচ্ছে তলদেশ...

ক্যাপশনে লেখা, 'হরিদ্বারের গঙ্গা দূষণহীন। রামের গঙ্গা আবার পাপীদের পাপ ধোবে সহজেই! 

Advertisement
অফবিট Edited by

স্বচ্ছ্ব গঙ্গায় স্পষ্ট তলদেশ

করোনা ভাইরাসের (CoronaVirus) কিন্তু ইতিবাচক দিকও আছে। ৩ মে পর্যন্ত লকডাউন (Lockdown) থাকার ফলাফল মিলছে হাতগরম। কলকাতার গঙ্গায় যেমন শুশুকের দেখা মিলেছে। তেমনি হরিদ্বারের গঙ্গাও আর ‘ময়লি' নয়! নতুন করে দূষণ না ছড়ানোয় এতটাই স্বচ্ছ্ব তার জল যে নদীর তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ মন্ত্রকের দাবি, লকডাউনে হরিদ্বার থেকে হর কি পৈরি পর্যন্ত গঙ্গায় ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং দূষণের পরিমাণ কমেছে অনেকটাই। নদীর জল এখন কাচের মতোই স্বচ্ছ্ব আর হাল্কা নীল।সেই ছবি সোশ্যালে আসতেই ভাইরাল।

পালানোর পথ নেই! লকডাউন না মানলে ৫ ফুট দূর থেকেও ধরবে পুলিশ

Advertisement

ভারতীয় বন দফতরের আধিকারির সুশান্ত নন্দার টুইটারে পোস্ট করা এই ভিডিও বলছে, নদীর চারপাশে পর্যটকের অবাঞ্ছিত ভিড় নেই। গঙ্গা ফের স্বচ্ছ্বতোয়া। ঘাট থেকেই পরিষ্কার দৃশ্যমান লছমন ঝুলা! স্বর্গ যেন নেমে এসেছে মাটির বুকে! 

'দেখুন ভিডিও:

Advertisement

পোস্ট করা মাত্র ভিডিওর ভিউয়ার্স ২ লক্ষেরও বেশি। লাইক ২৮ হাজারেরও বেশি। ক্যাপশনে লেখা, 'হরিদ্বারের গঙ্গা দূষণহীন। রামের গঙ্গা আবার পাপীদের পাপ ধোবে সহজেই! 

ভিডিও দেখে খুশি নেটিজেনদের মন্তব্য দেখে ন

Advertisement