উত্তরাখণ্ডঃ জলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি, গাড়ির জানলা দিয়ে বেরিয়ে রক্ষা পেলেন যাত্রী
হাইলাইটস
- মোবাইলের ভিডিওয় দেখা যাচ্ছে গাড়ির মাথায় পা রেখে বেরিয়ে আসার চেষ্টা চলছে
- অন্য এক ব্যক্তিও বেরিয়ে আসছেন গাড়ির জানলা দিয়ে
- কয়েক মুহূর্তের মধ্যেই জলের তোড়ে ভেসে যায় গাড়ি দুটি
দেহরাদুন: একেই বলে মুহূর্তের জন্য রক্ষা। কয়েক সেকেন্ডের জন্য গাড়ি সমেত জলের তোড়ে ভেসে যাওয়া থেকে রক্ষা পেলেন যাত্রীরা। গত কয়েকদিন ধরেই তীব্র বর্ষণ চলছে উত্তরাখণ্ডে। মোবাইলে তোলা এই ছোট্ট ভিডিওটা দেখলে বুঝবেন প্রকৃতি কী ভয়ঙ্কর হতে পারে।
দুটি গাড়ি এবং একটি অটোরিক্সার যাত্রীরা গাড়ি থেকে বেরিয়ে আসার পরেই জলের তীব্র স্রোতে ভেসে গেল গাড়িটি। উত্তরখণ্ডের হালদোয়ানি শহরে দেখা গেছে এই ভয়ঙ্কর দৃশ্য।
সোমবার এক প্রত্যক্ষদর্শী এই দৃশ্যটি তুলে রাখেন মোবাইলে। ভিডিও দেখা যাচ্ছে, জলের প্রবল স্রোত প্রথমে সাদা গাড়িটিকে ধাক্কা দেয়। তখনও কোনওক্রমে গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে যাচ্ছেন যাত্রীরা। অন্য গাড়ির মাথায় পা দিয়ে একে একে বেরিয়ে আসছেন তাঁরা। জল ক্রমেই আরও হিংস্র হয়ে ওঠে। সাদা গাড়িটিকে ধাক্কা দেয়, কংক্রিট প্রাচীরে প্রায় পিষে দেয় অটোরিকশাটিকে।
সাদা হুন্ডাই স্যান্ট্রো গাড়ির চালকটিকে দেখা যায় জানলা দিয়ে বেরিয়ে আসছেন। কারণ তাঁর পথ আটকে রয়েছে লাল একটি গাড়ি। প্রাণ বাঁচাতে ওই গাড়িরই উপর পা রেখে কোনওক্রমে বেরিয়ে আসছেন তিনি। তাঁর সাথে বেরিয়ে আসছেন গাড়ির অপর দুই যাত্রীও।
কয়েক সেকেন্ড পরেই একজন লাল রঙের হুন্ডাই I20 গাড়ির উপর পা দিয়ে তারপর অটোরিকশার মাথায় পা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। কিছুটা নিরাপদে সরে আসার পরেই পিছনে ঘুরে দেখেন জলের তোড়ে ভেসে যাচ্ছে তাঁর গাড়িটি।
সোমবার এই ঘটনার আগে, এই একই শহরে এমনই আরেকটি ঘটনার খবরও মিলেছে। যাত্রী বোঝাই একটি বাস আটকে পড়ে জলের মধ্যে। দ্রুত গতিতে যাত্রীদের নিরাপদভাবে বের করে আনার পরেই ডুবে যায় বাসটি।
গত কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের সতর্কতা অব্যাহত রেখেছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ধসের খবর আসছে।। হালদোয়ানি থেকে 270 কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী দেরাদুনেও ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে।
আবহাওয়া দপ্তর আগামী 24 ঘণ্টার মধ্যে উত্তরাখণ্ডে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
Click for more
trending news