This Article is From Nov 20, 2018

তিনছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার বছর উনিশের যুবক

তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে এক  যুবককে গ্রেফতার করল পুলিশ। গত ১১ তারিখ  এই ঘটনাটি ঘটেছে বলে  অভিযোগ।

তিনছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার বছর  উনিশের যুবক

অভিযুক্তকে গ্রেফতার করতে স্পেশাল ইনভেসটিগেশন টিম গঠন করে  পুলিশ।

হাইলাইটস

  • তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ
  • গত ১১ তারিখ এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ
  • পাশের ঝাঁসি জেলা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফরতার করেছে পুলিশ

তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে এক  যুবককে গ্রেফতার করল পুলিশ। গত ১১ তারিখ  এই ঘটনাটি ঘটেছে বলে  অভিযোগ। পুলিশ  সূত্রে  খবর, অভিযুক্ত যুবকের বয়স ১৯ বছরের আশপাশে। পেশায় শ্রমিক ওই যুবক গুরগাঁওয়ের ৬৬ নম্বর সেক্টরের শ্রমিক কলোনির একটি ফাঁকা  ঘরে নিয়ে  গিয়ে  শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

পরে  সেখানেই তাকে খুন করেছে  বলে  অনুমান পুলিশের।   অভিযোগ পাওয়ার পর তল্লাশি চালিয়ে পাশের ঝাঁসি জেলা  থেকে অভিযুক্ত যুবককে গ্রেফরতার করেছে  পুলিশ। সংবাদসংস্থা  আইএএনএস জানিয়েছেন অভিযুক্তকে  আজই গুরগাঁওতে নিয়ে এসে আদালতে পেশ করবে  পুলিশ।

প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে যেতে ধর্ষণের অভিযোগ করেন মহিলারা, দাবি মনোহরের

ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করতে স্পেশাল ইনভেসটিগেশন টিম গঠন করে  পুলিশ। তাছাড়া  অবিযুক্ত সম্পর্কে  খোঁজ  দিতে পারলে দু লক্ষ টাকা  অর্থ সাহায্যের ঘোষণাও করা হয়। শেষমেশ জালে এলো  অভিযুক্ত। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।                        

 

.