অংশগ্রহণকারীকে একটা বড়ো ফাঁকা ব্যাগে বসতে হয়
নীল তিমি বা কিকি গেমের পর আপাতত নেট দুনিয়া (Internet) আক্রান্ত ভ্যাকুয়াম চ্যালেঞ্জ ('Vacuum Challenge') জ্বরে। অন্যান্য খেলার মতোই এটি যেমন দ্রুত ছড়িয়ে পড়েছে তেমনি যেকোনও বয়সের মানুষের পক্ষেই এটি ভয়ঙ্কর (dangerous). তারপরও হাজার হাজার নেটিজেন পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে ডাউনলোড করছে ভিডিও গেমটিকে। বা অনলাইনেই খেলছে। হ্যাশট্যাগভ্যাকুয়াম চ্যালেঞ্জ (#VacuumChallenge) লিখলেই টুইটার বা ইনস্টাগ্রামেও পাওয়া যাচ্ছে গেমটি।
সাবধান! এই ব্রিজ শুধুই সাহসীদের....
বিন ব্যাগ চ্যালেঞ্জ (bin bag challenge) নামেও পরিচিত এই খেলায় একটি বড় প্লাস্টিকের ব্যাগ লাগে। আর ভ্যাকুয়াম ক্লিনার। প্রথমে ব্যাগে একজন মানুষকে ঢুকিয়ে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে হাওয়া ভর্তি করা হয়। এবার সেই হাওয়া ভর্তি ব্যাগের মুখ বন্ধ করে দেওয়া হয়।
আপাতদৃষ্টিতে খেলাটিকে নিরীহ মনে হলেও বায়ুর চাপ স্নায়ুতে চাপ ফেলছে বলে মনে করছেন অনেক চিকিতসক। তারপরেও সবাই ভীষণ উপভোগ করছেন খেলাটিকে।
প্রতিবন্ধকতাকে হারিয়ে খাবার পৌঁছে দেন এই ব্যক্তি; বিশেষ উপহার দিল জোমাটো কর্তৃপক্ষ
পড়ুন কয়েকটি কমেন্ট #ভ্যআকুয়াম চ্যালেঞ্জ, তবে বাড়িতে এই গেম না খেলাই ভালো:
ভ্যাকুয়াম চ্যালেঞ্জ গেমটির আগে নেট দুনিয়া কাঁপিয়েছিল আরও নানা গেম। যেগুলো এই খেলার মতোই ছিল মারাত্মক।