This Article is From Aug 30, 2018

ক্ষমতায় থাকার জন্য ঘোড়া কেনাবেচা করেননি বাজপেয়ী, দাবি কেশরির

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মরণ সভায় এভাবেই স্মৃতিচারণ করলেন রাজ্যের রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী।

ক্ষমতায় থাকার জন্য ঘোড়া কেনাবেচা করেননি বাজপেয়ী, দাবি কেশরির

এই সভা থেকে নিজের পুরনো দলকে কটাক্ষ করেন মুকুল রায়

কলকাতা:

ক্ষমতায় থাকার জন্য ঘোড়া কেনাবেচা করেননি অটলবিহারী বাজপেয়ী। তিনি ছিলেন এক বিরল প্রকৃতির নীতি সর্বস্ব রাজনৈতিক চরিত্র। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মরণ সভায় এভাবেই স্মৃতিচারণ করলেন রাজ্যের রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী। এ কথা শুনে আপ্লুত হয়ে উঠল বুধবারের মহাজাতি সদন। রাজ্য বিজেপি আয়োজিত  সভায় হাজির ছিলেন মেঘালয়ের রাজ্যপাল তথা বঙ্গ  বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। তিনিও বোঝালেন কতটা ব্যতিক্রমী ছিলেন বাজপেয়ী। বললেন, পরিহাস হজম করার দক্ষতা ছিল তাঁর। এই অনুষ্ঠানে রাজ্যর অন্য কোনও দলের প্রতিনিধি ছিলেন না। তবে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন গিয়েছিলেন। কিন্তু সেটা দলের নয় সরকারের প্রতিনিধিত্ব করতে। ছিলেন ভিন রাজ্যের কয়েকটি আঞ্চলিক দলের প্রতিনিধিরা।

বাজপেয়ী মন্ত্রিসভায় তিন জন বাঙালি  সদস্য ছিলেন। তাঁদেরই একজন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ সত্যব্রত মুখোপাধ্যায়। রাজনৈতিক মহলে জুলুবাবু নামে পরিচিত এই আইনজীবী একটি বৈঠকের কথা তুলে আনেন।  দিল্লিতে ক্যাবিনেট বৈঠক চলছে।   সেখানে কথা  ওঠে বাজপেয়ী সরকার আরএসএস-এর দিকে ঢলে পড়ছে। সে কথা শুনে তীব্র যন্ত্রণা হয়েছিল বাজপেয়ীর। বৈঠক থেকেই বলে দিয়েছিলেন আর পদে থাকবেন না। রাইসিনা হিলসে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়ে আসবেন। যদিও পরে সেটা হয়নি। অন্যদিকে,  এই সভা থেকে নিজের পুরনো দলকে কটাক্ষ করেন মুকুল রায়। বলেন, বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবাণী না থাকলে তৃণমূল দলটাই তৈরি হত না। এই অনুষ্ঠানে না আসার জন্য  বিভিন্ন দলকে কটাক্ষ করেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। অটল এবং জ্যোতি বসুর মধ্যে সুমধুর সম্পর্ক ছিল বলে দাবি করেন রাহুল। তবু সেই দলের  কেউ কেন এলেন না তা বুঝতে পারছেন না বঙ্গ বিজেপির এই দীর্ঘ দিনের সৈনিক। এদিকে কলকাতায় প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছে বিজেপি। সে ব্যাপারে সমস্ত  রাজনৈতিক দল এবং প্রশাসনের সাহায্য পাওয়ার ব্যাপারে আশাবাদী রাহুল।       



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.