হাজির ছিলেন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠীও।
কলকাতা: প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর অস্থিকলস বাংলায় এল। কয়েক দিন আগে আসার কথা থাকলেও নানা কারণে সেটা হয়ে ওঠেনি। শেষমেশ বুধবার সন্ধ্যায় কলকাতায় এলো কলস। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু দিল্লি গিয়েছিলেন। দিলীপের হাতে কলস তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর ফিরে আসেন দু’জনে। বিমান বন্দরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতারা। হাজির ছিলেন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠীও। বিজেপির বহু কর্মী সমর্থকও হাজির হয়েছিলেন বিমান বন্দরে।
জানা গিয়েছে আজ মধ্য কলকাতায় রাজ্য বিজেপি সদর দপ্তরেই রাখা থাকবে অস্থিকলস। তারপর রাজ্যের পাঁচ জায়গায় কলস বিসর্জন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। গঙ্গাসাগরের পাশাপাশি ফরাক্কা, ত্রিবেনি, নদিয়া এবং শিলিগুড়িতেও একই কর্মসূচি পালিত হবে।
গোটা ব্যাপারটাকে ঘিরে যাতে জনমানসে আগ্রহ তৈরি হয় তা সুনিশ্চিত করতে চাইছেন বিজেপি নেতারা।
বাজপেয়ীর সঙ্গে কলকাতার সম্পর্ক বহু দিনের। শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর। তাঁর মন্ত্রিসভায় বেশ কয়েকজন বাঙালিও ছিলেন। এই সমস্ত দিক থেকে বঙ্গ সমাজে তাঁর প্রভাব আছে বলে মনে করে বিজেপি। আর তাই সেটাকে রাজনৈতিক ভাবে কাজে লাগাতে মরিয়া গেরুয়া শিবির।