This Article is From Aug 21, 2018

কাল রাজ্যে আসছে বাজপেয়ীর অস্থিকলস

প্রাক্তন  প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর অস্থিকলস রাজ্যের পাঁচ জায়গায় ভাসানোর কর্মসূচি নেওয়া হয়েছে।

কাল রাজ্যে আসছে বাজপেয়ীর অস্থিকলস

বুধবার দুপুরে রাজ্যে আসছে  অস্থিকলস।

কলকাতা:

প্রাক্তন  প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর অস্থিকলস রাজ্যের পাঁচ জায়গায় ভাসানোর কর্মসূচি নেওয়া হয়েছে। গঙ্গাসাগরের পাশাপাশি ফরাক্কা, ত্রিবেনি, নদিয়া এবং শিলিগুড়িতেও ভাসানো হবে অস্থিকলস। সংবাদ সংস্থা আইএএনএসকে এমনই জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। বিজেপি রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ সহ ওই 4 টি জেলার বিজেপি সভাপতিরা অস্থিকলস ভাসাবেন বলে খবর ।

জানা গিয়েছে  বুধবার দুপুরে রাজ্যে আসছে  অস্থিকলস। এরপর বৃহস্পতিবার রাত থেকে শুরু হবে প্রস্তুতি। শেষমেশ শুক্রবার বাজপেয়ীর অস্থিকলস গঙ্গাসাগরে ভাসানো হবে। এই যাত্রাকে রাজনৈতিক ভাবে কাজে লাগাতে মরিয়া  বিজেপি। তাই কলকাতা থেকে গঙ্গাসাগর নিয়ে যাওয়ার সময় মোট আঠরোটি জায়গায় থামবে গাড়ি। তখন অস্থিকলস দর্শনও করতে পারবেন সাধারণ মানুষ।       

.