This Article is From Aug 24, 2018

বাজপেয়ীর অস্থি কলস বিসর্জন দেওয়া হল সাগরে

প্রাক্তন  প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর অস্থিকলস  গঙ্গাসাগরে  বিসর্জন দেওয়া হল।

বাজপেয়ীর অস্থি কলস  বিসর্জন দেওয়া হল সাগরে

 শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর।

কলকাতা:

প্রাক্তন  প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর অস্থিকলস  গঙ্গাসাগরে  বিসর্জন দেওয়া হল। আজ সকালে  সাগরের জলে কলস ভাসিয়ে দিলেন বিজেপি নেতারা। রাজ্য  সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় ছাড়া অন্য নেতারাও হাজির ছিলেন।                       

এর আগে বৃহস্পতিবার  সকালে কলকাতা  থেকে বিরাট শোভাযাত্রা বের হয়।  সামিল হন   বহু নেতা-কর্মী।  উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় মন্ত্রী  স্মৃতি ইরানিও। শুধু উপস্থিত থাকা নয় কলকাতা থেকে ডায়মণ্ডহারবা পর্যন্ত অস্থি নিয়েও যান তিনি। যাত্রা পথে বেশ কয়েকটি জায়গায় থামতে হয় বিজেপি  নেতাদের।  এর আগে বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে   কলকাতায় আসে কলস।  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এই কলস আনতে  দিল্লি গিয়ছিলেন।   দিলীপের হাতে কলস  তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটা নিয়েই ফিরে আসেন  দু’জনে। বিমান বন্দরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতারা। প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা  জানাতে হাজির ছিলেন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠীও। গিয়েছিলেন  বিজেপির বহু কর্মী সমর্থকও। 

বাজপেয়ীর সঙ্গে কলকাতার সম্পর্ক বহু দিনের। প্রধানমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই এখানে আসতেন বাজপেয়ী।     শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর। শুধু  তাই নয় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে এসে নানা রকম মজার ঘটনায় ঘটিয়েছেন তিনি। মজেছেন শহরের ফিস ফ্রাই থেকে রসগোল্লার স্বাদে। সে সব কথা এখনও বহু মানুষের স্মৃতিতে তাজা। শুধু তাই নয় তাঁর মন্ত্রিসভায় বেশ কয়েকজন বাঙালিও ছিলেন। এই সমস্ত দিক থেকে বঙ্গ সমাজে তাঁর প্রভাব আছে বলে মনে করে  বিজেপি। আর তাই প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে এ ধরনের আয়োজন হল।      

.