This Article is From Apr 23, 2020

"মাস্ক ছেড়ে গামছা বাঁধুন,"বেনারসের গামছা উপহার ডোনাল্ড ট্রাম্পকে

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নিজের সংসদীয় ক্ষেত্র বেনারসের মানুষকে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্কের বদলে গামছা(Gamcha) বাঁধার পরামর্শ দেন।

বেনারসের গামছা উপহার ডোনাল্ড ট্রাম্পকে

হাইলাইটস

  • বেনারসের গামছা উপহার ডোনাল্ড ট্রাম্পকে
  • গামছা বেনারসের মানুষের একটি অন্যতম বস্ত্র
  • গামছার প্রয়োগ বেনারসের মানুষ বিভিন্নভাবে করে থাকে

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজের সংসদীয় ক্ষেত্র বেনারসের মানুষকে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্কের বদলে গামছা বাঁধার পরামর্শ দেন। আর তারপরই বেনারসের একজন চিকিৎসক উত্তম ওঝা ডোনাল্ড ট্রাম্পকে(Donald Trump) একটি বেনারসের গামছা উপহার দেন। উত্তম ওঝা জানিয়েছেন গামছা বেনারসের মানুষের একটি অন্যতম বস্ত্র। গামছার প্রয়োগ বেনারসের মানুষ বিভিন্নভাবে করে থাকে।

পাশাপাশি তিনি আশা করেছেন যে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)এই বিষয়টিকে ভালোভাবে নেবেন এবং গামছার ব্যবহার করবেন। নয়া দিল্লিতে অবস্থিত আমেরিকার দূতাবাসের মাধ্যমে এই গামছাটি তিনি পাঠিয়েছেন। পার্সেলটিকে বেনারস থেকে স্পিড পোস্টে পাঠানো হয়ে গেছে। দিব্যাং বন্ধু ডক্টর উত্তম ওঝা জানিয়েছেন তিনি নিজেও গামছার ব্যবহার করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে মানুষ যাতে আরও গামছার ব্যবহার করেন তাতে তিনি উৎসাহ যোগাচ্ছেন।

গোটা দুনিয়াতেই করোনাভাইরাস(Coronavirus) জেরবার অবস্থা। আমেরিকাতে এখনও পর্যন্ত প্রায় ৭ লাখ ৮০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।৪২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২৫ লাখের বেশি মানুষ গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত। করোনাভাইরাসে ৮০% আক্রান্তই আমেরিকা এবং ইউরোপের।

এএফপির খবর অনুযায়ী গোটা বিশ্বে ২৫ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত যাদের মধ্যে ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসের কারণে। ইউরোপে ১২ লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে এক লাখ মানুষের মৃত্যু হয়েছে।

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রত্যেক দিন বাড়ছে। এখনও পর্যন্ত ৬০০ র বেশি মানুষ মারা গিয়েছেন ভারতে। ভারতে আক্রান্তের সংখ্যা ২১ হাজার পার করেছে।

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
Click for more trending news


.