Read in English
This Article is From May 28, 2020

সর্বকনিষ্ঠ হিসেবে প্রথম শ্রেণী উত্তীর্ণ! মেয়ের সাফল্য টুইট করলেন বরুণ গান্ধি

 নেহেরু-গান্ধি পরিবারের পঞ্চম প্রজন্ম অনসূয়া গান্ধি। ইন্দিরা-পুত্র সঞ্জয় গান্ধি এবং মানেকার সন্তান বরুণ গান্ধির কন্যা ছাড়াও এই প্রজন্ম প্রিয়াঙ্কা গান্ধির দুই সন্তানও আছেন

Advertisement
অফবিট Edited by

ছবিটা টুইট করেছেন বরুণ গান্ধি।

প্রাথমিক ধাপ পেরিয়ে উচ্চপ্রাথমিক ধাপে যাত্রা। মেয়ের এই সাফল্যের ছবি টুইট করে উদযাপন করলেন বরুণ গান্ধি (BJP MP Varun Gandhi)। জানা গিয়েছে, ওই বিজেপি নেতার মেয়ে বছর ৫-এর অনসূয়া প্রথম শ্রেণী উত্তীর্ণ করে দ্বিতীয় শ্রেণিতে পা রাখল। সেই স্কুলের সর্বকনিষ্ঠ ছাত্রী হিসেবে এই পালক জুড়েছে অনসুয়ার মুকুটে। আর তাতেই উচ্ছ্বসিত বাবা বরুণ গান্ধি। ২০১৪ সালের অগাস্টে জন্ম হয়েছে বরুণ আর যামিনীর কন্যা অনসুয়ার। খুদের সেই ছবি টুইটারে পোস্ট করে বিজেপি সাংসদ বরুণ গান্ধি লিখেছেন , "আমার মেয়ে প্রথম শ্রেণী পেরিয়ে দ্বিতীয় শ্রেণিতে পা রাখল। ক্লাসের সর্বকনিষ্ঠ পড়ুয়া হিসেবে এই সাফল্য পেয়েছে।" টুইটারে পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে বাড়িতেই ক্যামেরার সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে বরুণ-কন্যা। পরনে নিল ফ্রক আর মাথায় গ্র্যাজুয়েট টুপি। তাতে আবার নামের আদ্যক্ষর এজি সেলাই করা।

দেখুন সেই টুইট: 

বৃহস্পতিবার সকাল থেকে এই ছবি টুইটারে পোস্ট হওয়ার পর থেকেই ১৬ হাজার লাইক পেয়েছে। পাশাপাশি সফল ভবিষ্যৎ কামনা করে পড়েছে একাধিক কমেন্টস। অভিনন্দন জানিয়েছেন বলিউড পরিচালক মধুর ভাণ্ডারকরও।  

গত বছর ফাদার্স ডে'র দিন মেয়ের হাতে তৈরি একটা কার্ড টুইট করেছিলেন তিনি। সেই টুইটে বাবা-মেয়ের একটা ছবিও পোস্ট করা হয়েছিল। 

নেহেরু-গান্ধি পরিবারের পঞ্চম প্রজন্ম অনসূয়া গান্ধি। ইন্দিরা-পুত্র সঞ্জয় গান্ধি এবং মানেকার সন্তান বরুণ গান্ধির কন্যা ছাড়াও এই প্রজন্ম প্রিয়াঙ্কা গান্ধির দুই সন্তানও আছেন। 

Advertisement