বাংলায় পড়ুন
This Article is From Sep 06, 2018

Supreme Court Verdict Section 377: খারিজ হল 158 বছর পুরনো 377 ধারা

খারিজ 377 ধারা (Verdict on article 377) ;ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট

Advertisement
অল ইন্ডিয়া

Section 377: সমকামকে  অপরাধ মনে করার কোনও যুক্তি নেই।

নিউ দিল্লি :

ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট । 158 বছরের  পুরনো  ধারা খারিজ হয়ে গেল বৃহস্পতিবার । এই রায় ঘোষণা করে দেশের প্রধান বিচারপতি জানিয়ে দিলেন অন্যদের মতো  এ রকম  মানুষেরও সমান অধিকার আছে। সেটাকে সবারই সস্মান করা উচিত। সমকামকে  অপরাধ মনে করার কোনও যুক্তি নেই। এবঙ্গ সমকাম অস্বাভাবিক নয়। সংখ্যার বিচারে  এই রায় হয়েছে। আবেদনকারীরা ব্যক্তিগত অধিকারের পক্ষে সওয়াল করেছেন।  377 ধার (Section 377) অনুযায়ী অস্বাভাবিক যৌনতা অপরাধ। সমকামিতাকে এরই অংশ হিসেবে ধরা হয়। রায় ঘোষণার আগেই যেভাবে বিচারপর্ব এগিয়েছিল তাতে এমনই রায় প্রত্যাশা করছিলেন আবেদনকারীরা।  377 ধারা (Section 377) অনুযায়ী অস্বাভাবিক যৌনতা অপরাধ। সমকামিতাকে এরই অংশ হিসেবে ধরা হয়। সমকামও অপরাধ ছিল। 1861 সালের আইন অনুযায়ী এই অপরাধে  10  বছর পর্যন্ত জেল হতে পারত। কিন্তু এখন আর তা কার্যকর রইল না।    

Supreme Court Verdict on Section 377: সমকাম অপরাধ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

জেন নিন লাইভ  আপডেটস :

Sep 06, 2018 23:28 (IST)
রায়কে স্বাগত জানালেন মুম্বইয়ের সমকামীরা। তাঁদের মতে রায় পক্ষে গিয়েছে ঠিকই কিন্তু এবার আসল কাজ শুরু করতে হবে
Sep 06, 2018 23:27 (IST)
রায়কে স্বাগত জানাল ইউএনএআইডিএস তাদের মনে হয়েছে সমকামিরা অবিচারের হাত থেকে মুক্তি পাবে।

Sep 06, 2018 23:26 (IST)
কংগ্রেস জানাল সহিষ্ণু সমাজ গড়ার কাজে সাহায্য করবে এই রায়। এমনই মন্তব্য কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার। আজকের আধুনিক সময়ে এই আইন থাকার কোনও যুক্তি নেই
Sep 06, 2018 14:55 (IST)
Sep 06, 2018 14:11 (IST)
Advertisement
Sep 06, 2018 14:10 (IST)
 à¦°à¦¾à§Ÿ ঘোষণা করছেন দেশের প্রধান বিচারপতি দীপককুমার মিশ্র
Sep 06, 2018 14:09 (IST)
সুপ্রিম কোর্ট জানালো, সংবিধান সমাজকে পথ দেখানোর জন্য।  

যৌনতা নিজস্ব পছন্দের বিষয়। এর জন্য মানুষে মানুষে বিভাজন ঠিক নয়। 

সমকামীদের অধিকার অন্য মানুষের মতোই। সেটাকে সকলের সম্মান করা উচিত। এই ধারা 14 নম্বর ধারার পরিপন্থী। 
Sep 06, 2018 14:03 (IST)
আত্ম পরিচয় জীবনের ভিত্তি , আদালত জানাল 377 ধারার প্রয়োজন নেই। 

ব্যক্তিগত সত্ত্বা ছাড়া কেউ বাঁচাতে পারে না। ব্যক্তি মননের সমষ্টিতে সমাজ সুন্দর হয়ে ওঠে।

কাউকে নিজের পছন্দমতো যৌনতা বেছে নেওয়ার অধিকার না দেওয়া অনুচিত।

 à¦à¦‡ রায় নিয়ে প্রবীণ আইনজীবী অরবিন্দ দাতার বললেন, এটি দৃষ্টান্তমূলক রায় এখন একই লিঙ্গের মধ্যে যৌনতা অপরাধ নয়
Sep 06, 2018 13:48 (IST)
Sep 06, 2018 13:48 (IST)
Array
Sep 06, 2018 13:44 (IST)
Sep 06, 2018 13:43 (IST)
 à¦°à¦¾à§Ÿ ঘোষণার পর এক আবেদনকারী অখিলেশ গোদি জানান এটা শুধু সাম্য নয় মানবাধিকারের জয়

 à¦¹à¦¿à¦‰à¦®à§à¦¯à¦¾à¦¨ রাইটস ওয়াচের অধিকর্তা মিনাক্ষী গঙ্গোপাধ্যায় জানান এই লড়াইটা করার জন্য সকলকে ধন্যবাদ

 à¦†à¦¦à¦¾à¦²à¦¤à§‡à¦° বাইরে উল্লাস করছেন আবেদনকারীরা।

এই রায় নিয়ে প্রবীণ আইনজীবী অরবিন্দ দাতার বললেন এটি দৃষ্টান্তমূলক রায় এখন একই লিঙ্গের মধ্যে যৌনতা অপরাধ নয়। 

সমকামীরা এখন নির্ভয়ে বাঁচতে পারবেন

 à¦¬à¦¿à¦šà¦¾à¦°à¦ªà¦¤à¦¿ ইন্দু মালহোত্রার রায় স্পর্শকাতর
 

 à¦…তীতের কাছে ক্ষমা চাওয়া বাকি, বললেন বিচারপতি ইন্দু মালহোত্রা

 à¦ªà¦°à¦¿à¦šà¦¾à¦²à¦• করন জোহার বললেন আজ গর্বিত হওয়ার দিন



Advertisement