This Article is From Sep 06, 2018

Verdict on Section 377: স্বাগত জানালেন সমর্পণ

Verdict on Homosexuality: সমকামকে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়কে স্বাগত জানালেন সমর্পণ মাইতি।

Advertisement
Kolkata

Verdict on Section 377: সবাইকে ধন্যবাদ জানালেন সমর্পণ ।

কলকাতা:

সমকামকে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়কে স্বাগত জানালেন সমর্পণ মাইতি। এ বছরের বিশ্ব গে প্রতিযোগিতায় তৃতীয় হওয়া পেশায় ক্যান্সার গবেষক সমর্পণ জানালেন, এই রায় অন্ধকার কারাগার থেকে মুক্তির মতো। তিনি বলেন, "আমার মনে হচ্ছে অন্ধকার কারাগার থেকে মুক্তি পেলাম। কিন্তু, আমাদের আসল কাজ শুরু হল আজ থেকে। সামাজিক মর্যাদা পাওয়া থেকে শুরু করে শিশু দত্তক নেওয়ার অধিকার পাওয়ার মতো কাজ করতে হবে আমাদের।"

তাঁর মতে, যুক্তি এবং ভালবাসা জিতল। ফেসবুক পোস্টে তিনি লেখেন, "বিচারপতি থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ। আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। এর আগে যখন সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছিল। তখন আমি ভেঙে পড়েছিলাম। আইন ব্যবস্থার উপর থেকে আস্থাও হারিয়ে গিয়েছিল আমার। কিন্তু আজ বিচার ব্যবস্থা নিজের শক্তি বোঝাল। এতদিনে ব্রিটিশ শাসন থেকে আমাদের মুক্তি হল।"

Advertisement