This Article is From Aug 14, 2019

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু সংবাদ সংস্থা পিটিআইকে জানান, তাঁর বাবার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।

শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বুধবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন। (সৌজন্য: ফেসবুক)

হাইলাইটস

  • "Our doctors are monitoring him from time to time," said the hospital
  • "At the moment, Mr Chatterjee is out of danger," they confirmed
  • "There is no threat to his life," his daughter said
কলকাতা:

শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) বুধবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন। এদিন সকাল সাড়ে ন'টায় শ্বাসনালির সংক্রমণ (respiratory tract infection) নিয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হন বলে দক্ষিণ কলকাতার হাসাপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ‘‘আমাদের চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। এই মুহূর্তে তিনি আশঙ্কামুক্ত এবং আমরা তাঁর উপরে নিবিড় লক্ষ রেখেছি।'' ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, অশীতিপর অভিনেতাকে আইসিইউতে রাখা হয়েছে। প্রাথমিক পরীক্ষা থেকে জানা গিয়েছে, ওই অভিনেতা বয়সজনিত শারীরিক সমস্যায় ভুগছেন। যেমন দেহে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়া।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু সংবাদ সংস্থা পিটিআইকে জানান, তাঁর বাবার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। পৌলমী জানিয়েছেন, ‘‘তাঁর জীবনের কোনও আশঙ্কা নেই।''

‘অপুর সংসার'-এর অভিনেতা গত ছ'দশক ধরে একজন সফল চলচ্চিত্র অভিনেতা। এই বয়সেও নিয়মিত কাজ করছেন। ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে, সোমবার পর্যন্ত শুটিং করেছেন তিনি। সেই সঙ্গে বিভিন্ন ইভেন্টেও অংশ নিয়েছেন।

২০১১ সালে ‘দাদাসাহেব ফালকে' এবং ২০১৮ সালে ফরাসি সরকারের ‘লিজিয়ন অফ অনার' সম্মানে ভূষিত হয়েছেন।

.