Krishna Janmashtami: রাজ্যজুড়ে ৩০০-রও বেশি শোভাযাত্রা বের করল Vishva Hindu Parishad
কলকাতা: শুক্রবার Janmashtami উপলক্ষে রাজ্যজুড়ে ৩০০-রও বেশি শোভাযাত্রা বের করল Vishva Hindu Parishad। শ্রীকৃষ্ণের জন্মদিন পালনের উৎসবে তারা সামিল হবে ২৫ আগস্ট পর্যন্ত। সংবাদ সংস্থা আইএএনএস-কে একথা জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র সৌরীশ মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘কলকাতা ও জেলাজুড়ে ৩০০-রও বেশি শোভাযাত্রা বের করা হয়েছে। আজ আরও একশো শোভাযাত্রা বের করা হবে। এখনও পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ। শোভাযাত্রায় বাধাদানের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।'' তিনি জানান, কালীঘাট, শ্যামবাজার, চিংড়িঘাটা ও রাজপুর অঞ্চলে প্রধান শোভাযাত্রাগুলি বের করা হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া ও নদিয়ার রানাঘাট ও নবদ্বীপেও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।
Krishna Janmashtami: ১৬ বছর ধরে হিন্দু-মুসলিম মিলে কৃষ্ণের পুজো করেন এখানে!
সৌরীশ মুখোপাধ্যায় জানিয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক বিনায়াক রাও দেশপাণ্ডে শনিবার দুর্গাপুরের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
তিনি বলেন, ‘‘প্রতিটি স্থানেই বালক ও বালিকারা ভগবান কৃষ্ণের পোশাক পরে উৎসবে অংশ নিয়েছে। শ্রীকৃষ্ণের ছবি রং করা এবং ভক্তিগীতির প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। বের করা হয়েছে সুসজ্জিত ট্যাবলো।''
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)