Read in English
This Article is From Mar 23, 2019

নৌবাহিনীর নতুন প্রধান হলেন করমবীর সিং

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • দেশের নৌ সেনার নতুন প্রধান হচ্ছেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং
  • প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র টুইট করে এই খবর জানিয়েছেন
  • এখনকার নৌ প্রধানের কার্যকাল শেষ হচ্ছে আগামী মে মাসে

দেশের নৌ সেনার  নতুন প্রধান হচ্ছেন ভাইস অ্যাডমিরাল   করমবীর সিং।  প্রতিরক্ষা মন্ত্রকের  মুখপাত্র   টুইট করে এই খবর জানিয়েছেন। বর্তমান নৌ প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা   মে মাসে অবসর নিচ্ছেন।

তারপর দাতিত্ব নেবেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং। এখন বিশাখাপত্তনমে  কাজ করছেন তিনি। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির এই প্রাক্তনী কর্ম জীবনে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কাশ্মীরের জঙ্গি হামলার পর জল, স্থল এবং বায়ু তিন পথেরই নিরাপত্তা  বাড়ানো হয়েছে। এরই মাঝে নৌ বাহিনীর প্রধান দাবি করেন,  সমুদ্র-পথ দিয়ে ঢুকে  ভারতে  নাশকতা করার জন্য  জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে  দাবি করলেন তিনি। নিউ দিল্লির একটি অনুষ্ঠানে তিনি জানান পুলওয়ামার হানার নেপথ্যে এমন দেশ আছে  যাদের লক্ষ্য ভারতের ক্ষতি করা। আমাদের কাছে খবর আছে  আরও নানা ভাবে ভারতের জঙ্গি হানার  পরিকল্পনা  করা  হয়েছে। তার মধ্যে একটি হল সমুদ্র পথ।  ২০০৮ সালে মুম্বই হামলার সময়ও এই  একই কায়দায় লস্কর-ই- তইবা দশ জঙ্গিকে সমুদ্রের রাস্তা দিয়ে দেশের বাণিজ্যিক রাজধানী ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছিল। 

Advertisement