দেখুন হাতির ভয়ে পালাচ্ছে বাইক আরোহী
সোশ্যাল মিডিয়ায় (Social Media) দ্রুত ভাইরাল হয়ে চলেছে একটি ভিডিও। ভিডিওটি দেখলে চমকে যাবেন আপনিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি হাতি (Elephant) তাড়া করছে দুই বাইক আরোহীকে। অবস্থা বেগতিক দেখে বাইক ফেলে দৌড়তে দেখা যায় তাঁদের। টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন ভারতীয় বন বিভাগের এক আধিকারিক সুশান্ত নন্দ। এটি শেয়ার করেছেন বি শ্রীধরও। তিনি শেয়ার করে লেখেন, ওই বাইক আরোহীরা বন বিভাগের নির্দেশ অমান্য করে হাতিটির সঙ্গে রাস্তা পেরোতে চেষ্টা করেছিলেন। সেই কারণেই ক্রুদ্ধ হয় হাতিটি।
গত মঙ্গলবার টুইটারে ভিডিওটি শেয়ার করে শ্রীধর লেখেন, ‘‘বাইক চালক এফডি কর্মীদের কথা না শুনে হাতিদের পেরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।''
১৬ সেকেন্ডের দীর্ঘ ভিডিওটিতে দেখা গিয়েছে, হাতিদের থেকে দূরে দাঁড়িয়ে রয়েছে একটি গাড়ি। গাড়িটি হাতিগুলির রাস্তা পেরিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। কিন্তু বাইকটি সমস্ত নির্দেশ অমান্য করে রাস্তায় পেরোতে চাইছিল। তাই রেগে গিয়ে হাতিটি বাইকটিকে আক্রমণ করে। দু'জনেই বাইক ফেলে পালান। হাতিটি খানিকটা তাড়া করে ফিরে যায় নিজের দলের কাছে।
সুশান্ত নন্দ জানিয়েছেন, হাতিটি এক হাতি শাবকের সঙ্গে হাঁটছিল। তিনি ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘‘যখন একটি শান্ত হাতি তার ছানার সঙ্গে হাঁটে, তখন বাধা পেলে সেও ক্রুদ্ধ হয়ে উঠতে পারে।''
টুইটারে এই ভিডিওর ‘ভিউ' ৪ হাজার ছাড়িয়েছে। জমা পড়েছে অসংখ্য কমেন্ট।
দেখুন ভিডিও:
দেখুন ভাইরাল ভিডিও দেখে মন্তব্য নেটিজেনদের
Click for more
trending news