हिंदी में पढ़ें
This Article is From Jun 14, 2020

ঝাঁসির জগার্স পার্কে ভূতের শরীরচর্চা? খুঁজতে গিয়ে কী পেল পুলিশ, দেখুন

পুলিশের তরফে ভূতের অস্তিত্ব খারিজ করে দেওয়ার পর এই ভিডিও নিয়ে জোর রসিকতা ঝাঁসিজুড়ে। সোশাল মাধ্যমে এই ছবি পোস্টের পরেই ২২ হাজার ভিউজ পেয়েছে এই ভিডিও

Advertisement
অফবিট Edited by
নয়াদিল্লি :

জগিং পার্কে (Joggers park in Jhansi) এক্সারসাইজ মেশিন নিজে থেকেই দুলছে। আশপাশ জনমানবহীন। তারপরেও কীভাবে দুলছে এই মেশিন? তাহলে কী... এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে অশরীর অস্তিত্বও প্রমাণে মরিয়া ঝাঁসিবাসী। হোয়্যাটজঅ্যাপে বেশ ভাইরাল এই ভিডিও। ভূতের অস্তিত্বের খোঁজ পেতে সেই পার্কে গোটা রাত তল্লাশি চালায় পুলিশ। জানা গিয়েছে, সেই এক্সারসাইজ মেশিনের (Spooky Exercise machine) গোলযোগ আছে। তার জেরেই নিজে থেকে দুলতে থাকে সেই মেশিন। প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া টুইটারে এই ভিডিও পোস্ট করে লিখেছেন, "মেশিনে বসে ভূতের এক্সারসাইজ করার সত্যিটা জানুন।"

পুলিশের তরফে ভূতের অস্তিত্ব খারিজ করে দেওয়ার পর এই ভিডিও নিয়ে জোর রসিকতা ঝাঁসিজুড়ে। সোশাল মাধ্যমে এই ছবি পোস্টের পরেই ২২ হাজার ভিউজ পেয়েছে এই ভিডিও। ৬ হাজার লাইকস আর এক হাজার রিটুইট হয়েছে এই ভিডিও।

Advertisement