একটা ভাইরাল ভিডিওতে দুটি ভাল্লুক জানাতে লড়াই করতে দেখা গিয়েছে।
টেক্সাস: লকডাউনে যখন সারা বিশ্ব ঘরে আটকে ছিল, তখন বন্যপ্রাণ পথে নেমেছিল। সেই সময় হরিণ, সাপ, হাতি, ডলফিনের নানা কীর্তির ভিডিও ভাইরাল হয়েছে। এবার দুই ভাল্লুক শাবকের (Fighting of two beer cubs) লড়াইয়ের ভিডিও দেখে মজা পেয়েছে নেট দুনিয়া। অনেকে আবার সেই ভিডিও (Viral Video) থেকে শৈশবের স্মৃতি উসকে নিজের ভাই বা বোনের সঙ্গে কুস্তি নস্টালজিয়ায় ভুগেছে। জানা গিয়েছে, এই ছবি ইউএস-এর টেক্সাসের (National park in Texas) বিগ বেন্ড জাতীয় পার্কের। সেই পার্কে কুস্তি আখড়া বানিয়ে যুদ্ধে মশগুল সেই জোড়া ভাল্লুক ছানা। সম্ভবত আশপাশ থেকে দুই সন্তানের এই খুনসুটিতে নজর ছিল তাদের মা এবং বাবার। কারণ ওদের এনক্লেভের ঝোপের মধ্যে এক ভাল্লুককে লুকিয়ে থাকতে দেখা গিয়েছে। সম্ভবত দর্শক উন্মাদনা থেকে নিজেকে বাঁচাতে এই ছদ্মবেশ। গত বৃহস্পতিবার চিসোস মাউন্টেইনস লজ নামে এক হোটেল সেই ভিডিও পোস্ট করেছেন। ন্যাশনাল পার্কের ভিতরেই সেই হোটেল।
দেখুন সেই ভিডিও:
শেয়ারের কয়েকঘণ্টার মধ্যেই এই ভিডিও প্রায় আড়া লক্ষ মিলিয়ন ভিউ, ৩২ হাজার শেয়ার এবং মজাদার কমেন্ট পড়েছে।
Click for more
trending news